বাংলা নিউজ > ঘরে বাইরে > বয়েজ লকার রুম- কোনও ছেলে নয়, ফেক অ্যাকাউন্ট বানিয়ে ধর্ষণ করতে প্ররোচনা কিশোরীর!

বয়েজ লকার রুম- কোনও ছেলে নয়, ফেক অ্যাকাউন্ট বানিয়ে ধর্ষণ করতে প্ররোচনা কিশোরীর!

ফাইল ছবি 

এই চ্যাটটি বয়েজ লকার রুমের অংশই নয় বলে জানিয়েছে পুলিশ। 

ইনস্টাগ্রামে বয়েজ লকার রুমে বলে একটা পেজে স্কুল পড়ুয়াদের আলোচনা প্রকাশ্যে আসার পরেই চমকে ওঠে গোটা দেশ। শুধু যে মহিলাদের সম্বন্ধে অশালীন বক্তব্য করা তা নয়, রীতিমত ধর্ষণ করার পরিকল্পনাও চলছিল বলে অভিযোগ উঠেছিল। কিন্তু এবার সেই ঘটনায় এল টুইস্ট।পুলিশ জানিয়েছে মূল বিতর্ক যেটি নিয়ে, সেই ধর্ষণ সংক্রান্ত স্ক্রিনশট আদপে বয়েজ লকার রুমের অংশই নয়! শুধু তাই নয়, কোনও ছেলে সেই মেসেজগুলি লেখেনি। একটি মেয়ে তার বন্ধুকে পরীক্ষা করার জন্য ফেক অ্যাকাউন্ট খুলে নিজের ওপরেই রেপের পরিকল্পনা করে একটি ছেলেকে পাঠায়! বয়েজ লকার রুম বিতর্কের সময় সেই কথোপোকথন সব স্ক্রিনশটগুলির সঙ্গে মিশে যায় বলে দিল্লি পুলিশের দাবি। 

দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি ডিরেক্টর অন্বেষ রায় পুরো বিষয়টি বুঝিয়ে বললেন। তিনি জানান যে একটি কিশোরী ফেক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলে তাঁর বন্ধুর চরিত্র পরীক্ষা করতে গিয়েছিল! সে দেখতে চেয়েছিল ধর্ষণ করার জন্য উস্কানি দিলে কেমন প্রতিক্রিয়া দেয় তার বন্ধু। এই কারণে সিদ্ধার্থ নামের একটি ছেলের ফেক অ্যাকাউন্ট খুলে নিজের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। তারপর নিজেরই ধর্ষণের আইডিয়া সিদ্ধার্থের মাধ্যেমে তার বন্ধুকে দেয় সে। 

ছেলেটি যদিও এই সব কথায় পাত্তা দেয় নি। উল্টে কেউ এরকম প্ল্যান করছে সেটি মেয়েটিকে জানায় সে। অন্য কিছু বন্ধুকেও সেই স্ক্রিনশটটি পাঠায় সে। মেয়েটি যেহেতু সত্যিটা জানত, সে আর কথা বাড়ায়নি। কিন্তু অন্য বন্ধুদের হাত ধরে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। বয়েজ লকার রুম বিতর্কের সময় এই চ্যাটটিও সেটির অংশ বলে অনেকে মনে করেছিল, তদন্ত করতে গিয়ে বুঝেছে পুলিশ। 

তবে মেয়েটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ফেক রেপ থ্রেট ও বয়েজ লকার রুম পৃথক ইস্যু বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

অন্যদিকে নাবালিকা মেয়েদের বিষয় উলটোপালটা কথা বলা, তাদের ব্যক্তিগত ছবি ভাইরাল করার অভিযোগে একজন প্রাপ্তবয়স্ক অ্যাডমিন ও একজন নাবালককে আটক করেছে পুলিশ। ১৬ নাবালক সহ আরও ২৪ জনকে শনাক্ত করেছে পুলিশ ও তাদের ফোন সিজ করা হয়েছে। দিল্লির নামজাদা স্কুলে পড়ে তাদের অনেকে। এই বিষয় তদন্ত চলছে ও ইনস্টাগ্রামের সাহায্য নিচ্ছে পুলিশ তথ্যের জন্য। 

 

ঘরে বাইরে খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.