বাংলা নিউজ > ঘরে বাইরে > সরে দাঁড়ালেন অন্তর্বর্তীকালীন আধিকারিক, নয়া IT নিয়ম নিয়ে আরও বিপাকে টুইটার?

সরে দাঁড়ালেন অন্তর্বর্তীকালীন আধিকারিক, নয়া IT নিয়ম নিয়ে আরও বিপাকে টুইটার?

সরে দাঁড়ালেন ভারতের জন্য অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার ধর্মেন্দ্র চতুর। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

নয়া তথ্যপ্রযুক্তি নিয়ম অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে হবে।

নিয়োগের পর বেশিদিন কাটেনি। তারইমধ্যে সরে দাঁড়ালেন ভারতের জন্য অন্তর্বর্তীকালীন রেসিডেন্ট গ্রিভান্স অফিসার ধর্মেন্দ্র চতুর। সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

নয়া তথ্যপ্রযুক্তি নিয়ম অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে হবে। যা গত ২৫ মে থেকে কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ালেও ভারতের জন্য রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগ করেছিল মাইক্রোব্লগিং সাইট। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই তিনি সরে দাঁড়িয়েছেন বলে সূত্রের খবর। পিটিআই জানিয়েছে, টুইটারের ওয়েবসাইটে আর অন্তর্বর্তীকালীন রেসিডেন্ট গ্রিভান্স অফিসারের নাম দেখাচ্ছে না। যা নয়া তথ্যপ্রযুক্তি নিয়মের আওতায় বাধ্যতামূলকভাবে থাকতে হয়। পরিবর্তে টুইটারের আমেরিকা ঠিকানা এবং ইমেল আইডি দেখাচ্ছে। 

বিষয়টি নিয়ে অবশ্য টুইটারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারতে ইতিমধ্যে সুরক্ষাকবচ হারিয়েছে টুইটার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনও ব্যবহারকারীর পোস্টের জন্য টুইটারকে দায়ী করা হবে। 

ভারতে টুইটারের অন্তর্বর্তীকালীন রেসিডেন্ট গ্রিভান্স অফিসার সরে দাঁড়ানোর দিনকয়েক আগেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি রবিশংকর প্রসাদ দাবি করেন, দাবি করেন, কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে তাঁকে প্রায় এক ঘণ্টা নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হয়নি। টুইটারের ভারতীয় বিকল্প 'কু'-তে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘আজ অত্যন্ত উদ্ভট ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের ভঙ্গের অভিযোগে প্রায় এক ঘণ্টার মতো আমার অ্যাকাউন্টে ঢুকতে দেয়নি টুইটার। পরে ওরা (টুইটার) আমার অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়।’ তিনি দাবি করেন, টুইটার যে কাজ করেছে, তাতে নয়া তথ্যপ্রযুক্তি আইনের ৪(৮) নিয়ম ভঙ্গ হয়েছে। কারণ অ্যাকাউন্টে ঢুকতে না দেওয়ার পদক্ষেপের আগে তাঁকে কোনও নোটিশ দেয়নি সোশ্যাল মিডিয়া সংস্থা।

পরে টুইটারের তরফেও একটি বিবৃতি জারি করে জানানো হয়, একটি নির্দিষ্ট টুইটের জন্য রবিশংকের টুইটার অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়নি। সেই টুইটও ব্লক করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইটের এক মুখপাত্র বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের নোটিশের ভিত্তিতে মাননীয় মন্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহারের উপর সাময়িকভাবে বিধিনিষেধ চাপানো হয়েছিল। সংশ্লিষ্ট টুইট ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের কপিরাইট নীতি অনুযায়ী, আমরা কপিরাইটের মালিক বা তাঁদের অনুমোদিত প্রতিনিধিদের পাঠানোর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করি আমরা।’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লুমেন ডেটাবেসের কাছে টুইটারের যে নোটিশ এসেছে, তা থেকে জানা যায়, এ আর রহমানের বিখ্যাত গান ‘মা তুঝে সালাম’-এর একটি পোস্টের জন্য শুক্রবার এক ঘণ্টার মতো কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে নিজের অ্যাকাউন্টে ঢুকতে দেয়নি টুইটার।

ঘরে বাইরে খবর

Latest News

'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.