আইটি হানা, জামাকাপড়ের আলমারিতে মিলল নগদ ১৪২ কোটি টাকা
1 মিনিটে পড়ুন . Updated: 12 Oct 2021, 05:19 PM IST- এত বিপুল টাকার উত্স, রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ সংস্থার কর্মীরা।
বড় আলমারি ঠাসা ৫০০-র নোটের বান্ডিল। হায়দরাবাদের এক ওষুধ সংস্থার দফতরে হানা দিয়েছিল আয়কর দফতর। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আয়কর বিভাগ জানিয়েছে, প্রায় ৫৫০ কোটি টাকার ব্যাখ্যাহীন আয়ের হদিশ মিলেছে। সেই সঙ্গে অভিযান চালানোর সময়ে প্রায় ১৪২.৮৭ কোটি টাকার নগদ টাকা পাওয়া গিয়েছে। এত বিপুল টাকার উত্স, রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ সংস্থার কর্মীরা।
হায়দরাবাদের এই ফার্মা সংস্থা ওষুধ তৈরির বিভিন্ন উপাদান বানায়। এগুলি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রফতানি হয়।
এই অভিযানের একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে যে একটি আলমারি নগদ টাকায় ভর্তি। আলমারি থেকে যেন উপচে পড়ছে ৫০০ টাকার নোটের বান্ডিল।
আয়কর দফতর ফার্মাসিউটিক্যাল গ্রুপের নাম উল্লেখ করেনি। তবে ইন্ডিয়া টাইমস-এর রিপোর্টে অনুযায়ী এটি সম্ভবত হিটেরো ড্রাগস নামের এক সংস্থা। এই সংস্থাই ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা রেমডেসিভির ইনজেকশন, কোভিফোরের জেনেরিক সংস্করণ চালু করে। এগুলি কোভিড চিকিত্সায় ব্যবহৃত হয়।