বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লিতে নির্যাতিত নাবালিকার পরিচয় প্রকাশ, রাহুল গান্ধীর টুইট সরিয়ে দিল টুইটার

দিল্লিতে নির্যাতিত নাবালিকার পরিচয় প্রকাশ, রাহুল গান্ধীর টুইট সরিয়ে দিল টুইটার

নির্যাতিতার পরিবারের সঙ্গে রাহুল গান্ধী (ছবি পিটিআই)

এর আগে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে দিল্লিতে নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ্যে এনেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এর আগে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে দিল্লিতে নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ্যে এনেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই প্রেক্ষিতে এবার রাহুল গান্ধীর একটি টুইট সরিয়ে দিল টুইটার কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, নির্যাতিতার পরিচয় প্রকাশ করার জন্যেই সম্ভবত রাহুল গান্ধীর একটি টুইট মোছা হয়েছে।

এর আগে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছিলেন, পকসো আইনের ৭৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন রাহুল গান্ধী। উল্লেখ্য, বুধবার দিল্লি ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। সেখানে তাঁর সঙ্গে সংবাদমাধ্যমেরও অনেকে ছিলেন। এই সফর নিয়েই প্রশ্ন তোলেন সম্বিত পাত্র।

এদিকে এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল রাহুল গান্ধীকে। স্থানীয় বাসিন্দাদেরই একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ ছিল, এই এলাকার যিনি কাউন্সিলর, তিনিও কংগ্রেসেরই সদস্য। কিন্তু ঘটনার পর ২৪ ঘণ্টারও বেশি কেটে গেলেও মৃতার পরিবারের সঙ্গে দেখা করার সময় পাননি তিনি।

এদিকে, দিল্লির এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় শ্মশানের পুরোহিত পণ্ডিত রাধেশ্যামকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তের শরীর এবং বাড়ি থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। রাধেশ্য়ামের দাবি, শ্মশানের ওয়াটার কুলার থেকে জল নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৯ বছরের মেয়ের। র সেই দাবি আদৌ সত্যি কিনা, তা যাচাই করে দেখতে ওয়াটার কুলারটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট হাতে এলে তদন্তে সুবিধা হবে। এছাড়া, ওই নাবালিকার দেহাবশেষের ময়নাতদন্তও করা হয়েছে। তবে দেহের অধিকাংশ অংশই পুড়ে যাওয়ায় মেয়েটির মৃত্য়ুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকরা।

ঘরে বাইরে খবর

Latest News

ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.