বাংলা নিউজ > ঘরে বাইরে > যোগীরাজ্যে মন্দিরে ঢুকে জল খাওয়ায় মুসলিম কিশোরকে মারধর, ‘সরি' ট্রেন্ড টুইটারে

যোগীরাজ্যে মন্দিরে ঢুকে জল খাওয়ায় মুসলিম কিশোরকে মারধর, ‘সরি' ট্রেন্ড টুইটারে

মূল অভিযুক্ত শিরিঙ্গি নন্দন যাদব। (ছবি সৌজন্য, টুইটার @ghaziabadpolice) 

মন্দিরে জল পানের 'অপরাধে' ১৪ বছরের কিশোরকে বেধড়ক মারধর করা হয়েছিল।

মন্দিরে জল পানের 'অপরাধে' ১৪ বছরের কিশোরকে বেধড়ক মারধর করা হয়েছিল। যে ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে যায়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলেছে। টুইটারে ‘সরি (কিশোরের নাম প্রকাশ করা হল না)’ ট্রেন্ডও হয়।

গত শুক্রবার সন্ধ্যায় যোগী আদিত্যানাথের রাজ্যের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, স্থানীয় মন্দিরে খেতে গিয়েছিলেন ওই কিশোর। বেরনোর সময় তাঁর নাম জিজ্ঞাসা করা হয়। জানতে চাওয়া হয় বাবার নামও। মন্দিরে ঢোকার কারণে জানতেই কিশোরকে বেধড়ক মারধর করা হয়। নির্বিচারে লাথি, চড়, ঘুষি মারা হতে থাকে। 

সেই ভিডিয়োটি ভাইরাল হতেই ঘটনার নৃশংসতায় শিউরে ওঠেন নেটিজেনরা। শুরু হয় প্রতিবাদ। তারইমধ্যে শনিবার সন্ধ্যায় মন্দিরের কেয়ারটেকার শিরিঙ্গি নন্দন যাদব (২৩) এবং শিবানন্দ সরস্বতীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। দু'জনকেই গ্রেফতার করা হয়। শিরিঙ্গি ওই কিশোরকে মারধর করেছিল। আর রেকর্ড করেছিল যতি। গাজিয়াবাদের (গ্রামীণ) পুলিশ সুপার ইরজ রাজা বলেছেন, ‘গত তিন মাস ধরে মন্দির চত্বরে থাকছিল মূল অভিযুক্ত। দুই অভিযুক্ত ভিডিয়োটি ভাইরাল করেছিল।’

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হিন্দু ছাড়া অন্যান্য ধর্মের মানুষদের মন্দিরে ঢোকার উপর নিষেধাজ্ঞা আছে। মন্দিরের অপর এক কেয়ারটেকার যতি নরসিংহানন্দ সরস্বতী বলেন, ‘মন্দিরে একাধিক ট্যাপ আছে, যেখান থেকে মানুষ জল পান করেন। মন্দিরের মধ্যে ওই কিশোরকে থুতু ফেলতে দেখে ফেলেন আমাদের কেয়ারটেকাররা। ওঁদের গ্রেফতার করা হয়েছে। ওঁদের জামিনের জন্য আমরা আইনি সাহায্য নেব।’

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.