বাংলা নিউজ > ঘরে বাইরে > রাতে ঘুরতে বেরিয়ে আক্রান্ত দুই সেনা আধিকারিক, বান্ধবীকে গণধর্ষণ!

রাতে ঘুরতে বেরিয়ে আক্রান্ত দুই সেনা আধিকারিক, বান্ধবীকে গণধর্ষণ!

প্রতীকী ছবি (PTI Photo) (PTI)

রাতে ঘুরতে বেরিয়ে দুষ্কৃতী হামলার শিকার হতে হল দুই সেনা আধিকারিককে। গণধর্ষিতা হলেন তাঁদেরই এক বান্ধবী। মধ্যপ্রদেশের ঘটনায় প্রাথমিকভাবে গ্রেফতার দুই। পলাতক বাকি চার অভিযুক্ত।

দুই তরুণ সেনা আধিকারিকের উপর হামলা ও তাঁদের সঙ্গে থাকা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ছয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের জাম গেট সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, যদি সেনার সদস্যদের সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে নিশ্চিত করবে?

বুধবার ভোররাতের এই ঘটনায় পুলিশের বক্তব্য হল, তারা ইতিমধ্যেই ছয় অভিযুক্তের মধ্য়ে দু'জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

ডিআইজি নিমিশ আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংশ্লিষ্ট দুই সেনা আধিকারিক স্থানীয় মহু সেনা ছাউনিতে থাকেন। দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে গাড়িতে ঘুরতে বের হন তাঁরা। মাঝরাস্তায় ছয় দুষ্কৃতীর একটি দল তাঁদের গাড়ি আটকায় ও ঘিরে ধরে।

এরপর হামলাকারীরা এক আধিকারিক ও এক তরুণীকে আটক করে রাখে এবং বাকি দু'জনকে ১০ লক্ষ টাকা নিয়ে আসতে বলে।

যে আধিকারিককে দুষ্কৃতীরা টাকা আনার ফরমান দেয়, তিনিই ঘটনাস্থল থেকে কিছু দূর যাওয়ার পর মোবাইলে গোটা ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর সেনার অন্য কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, আক্রান্ত চারজনকেই বুধবার সকাল সাড়ে ছ'টা নাগাদ মহু সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ইন্দোর গ্রামীণের পুলিশ সুপার হিতিকা বনশল ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, রাত প্রায় আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। যেখানে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ, সেই জায়গাটি অত্য়ন্ত নিরিবিলি এবং আশপাশের জনবহুল এলাকা থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। তবে, কাছেই সেনাবাহিনীর একটি ফায়ারিং রেঞ্জ রয়েছে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, লুটপাট, ডাকাতি ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া, অস্ত্র আইনের আওতাতেও বেশ কিছু ধারা যোগ করা হয়েছে।

হিতিকা বলেন, 'আমরা দুই অভিযুক্তকে গ্রেফতার করেছি। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ২০১৬ সালেও লুটপাটের মামলা রুজু করা হয়েছিল। যারা হামলা চালিয়েছে, তারা পেশাদার অপরাধী। তারা দেখে, এই চারজন তরুণ-তরুণী গভীর রাতে নির্জন জায়গায় জড়ো হয়েছেন। তখনই তাদের উপর হামলা চালানোর পরিকল্পনা করে দৃষ্কৃতীরা। তাদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াাস্ত্রও ছিল। ' 

এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত খুঁজে বের করতে জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। নজর রাখছে সেনা কর্তৃপক্ষও।

পরবর্তী খবর

Latest News

রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.