উত্তরপ্রদেশের রামপুরের ধারালো অস্ত্র ‘রামপুরি চাকু’র কথা অনেকেই শুনেছেন! তবে সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল ‘রামপুরি চুম্বন’! উত্তর প্রদেশের রামপুরের রাস্তায় খোলাখুলি চলন্ত স্কুটিতে যুবকদের চুম্বনের দৃশ্য এই মুহূর্তে ভাইরাল। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতেই পুলিশ আপাতত খোঁজ করছে ওই দুই যুবকের।
৭ সেকেন্ডের ক্লিপ। আর তাতেই এই ভিডিয়ো কার্যত ঝড় তুলেছে। ভিডিয়োর দৃশ্য দেখা যাচ্ছে, এলাকার বুক চিড়ে এগিয়ে গিয়েছে রাস্তা। আর সেই রাস্তার মধ্য দিয়ে চলছে একটি স্কুটি। স্কুটিতে ৩ যুবককে দেখা যাচ্ছে। স্কুটিতে মাঝে বসা ও শেষে বসা যুবক দুই জন একে অপরের ঠোঁটে ঠোঁট বসিয়ে চুম্বনে রত। আর এই দৃশ্য সামনে আসতেই ওই তিন যুবককে খুঁজছে পুলিশ। এদিকে, এই ভিডিয়ো রামপুরেরই এক ব্যক্তি পুলিশকে ট্যাগ করেছে। স্কুটিতে যুবকদের এই রোম্যান্স ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে বহু ধরনের মন্তব্য আসতে শুরু করেছে।
রামপুর পুলিশ জানিয়েছে, তারা এই ভিডিয়ো ঘিরে পদক্ষেপ করছে। ৩ যুবককে পাকড়াও করতে উদ্যত হয়েছে পুলিশ। চলছে তল্লাশি। আপাতত এই ভাইরাল ভিডিয়ো ঘিরেও নানান তদন্ত হচ্ছে। ভিডিয়োর ক্যামেরার পিছনে কে ছিলেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্তের গতিপ্রকৃতি।
এদিকে, কিছুদিন আগে, দিল্লি মেট্রো থেকে উঠে আসা একাধিক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। সেখানে এক ব্যক্তিকে ভরা মেট্রোতে আপত্তিকর পরিস্থিতিতে দুই যুবককে দেখা যায়। এছাড়াও দিল্লি মেট্রোতে এক মহিলা স্বল্পবসনা হয়ে সওয়ার হওয়ায় তা নিয়ে ব্যাপক হইচই চলে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে পোশাক বিধি নিয়ে বড়সড় নির্দেশ জারি করে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup