কোথায় টাকা রাখলে সর্বোচ্চ পরিমাণে সুদ পাওয়া যাবে, তা খুঁজছেন অনেকে। তাঁদের জন্যই এই প্রতিবেদন। এতে এমন দু'টি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিষয়ে জানতে পারবেন, যাতে সর্বোচ্চ ৯% পর্যন্ত রিটার্ন পাবেন। এগুলি ডিআইসিজিসি-এর বিমাকৃত। ফলে মুদ্রাস্ফীতির বাজারকে টেক্কা দেওয়ার জন্য এই আমানতের দিকে ঝুঁকছেন অনেকেই।
1/5ডিসেম্বরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে। এর ফলে, রেপো রেট বর্তমানে ৬.২৫%-এ পৌঁছে গিয়েছে। এটি অগস্ট ২০১৮ -র পর থেকে সর্বোচ্চ স্তর। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5ফলস্বরূপ, FY23-এ এখনও পর্যন্ত রেপো রেট ২২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খুব শীঘ্রই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি বিভিন্ন ধরণের ঋণ এবং আমানতে সুদের হার বাড়াতে পারে। গত সেপ্টেম্বরে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি পাঁচ মাসের সর্বোচ্চ, ৭.৪১% ছুঁয়ে ফেলেছিল। তবে তার পরের মাস অক্টোবরে তা কিছুটা নেমে ৬.৭৭%-এ চলে আসে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5এমন পরিস্থিতিতে কোথায় টাকা রাখলে সর্বোচ্চ পরিমাণে সুদ পাওয়া যাবে, তা খুঁজছেন অনেকে। তাঁদের জন্যই এই প্রতিবেদন। এতে এমন দু'টি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিষয়ে জানতে পারবেন, যাতে সর্বোচ্চ ৯% পর্যন্ত রিটার্ন পাবেন। এগুলি ডিআইসিজিসি-এর বিমাকৃত। ফলে মুদ্রাস্ফীতির বাজারকে টেক্কা দেওয়ার জন্য এই আমানতগুলির দিকে ঝুঁকছেন অনেকেই। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5Suryoday Small Finance Bank-এ স্থায়ী আমানতের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। গত ৬ ডিসেম্বর থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই প্রবীণ নাগরিকরা সাধারণ আমানতকারীদের তুলনায় কিছুটা বেশি সুদ পাবেন। FD-তে ৯.২৬% পর্যন্ত সর্বোচ্চ রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা। সাধারণদের ক্ষেত্রেও অবশ্য খুব কম নয়। ২ কোটি টাকার কম অঙ্কের FD-তে সর্বাধিক ৯.০১% হারে সুদ পাবেন। ফাইল ছবি: সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Reuters)
5/5ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের আমানতে সুদের হার ২১ নভেম্বর ২০২২ থেকে সংশোধন হয়েছে। ব্যাঙ্কে ১৮১-৫০১ দিনের নির্দিষ্ট মেয়াদে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৮.৫০% সুদ মিলবে। বয়স্ক ব্যক্তিদের ৯.০০% সুদ প্রদান করা হবে। ফাইল ছবি: ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Reuters)