বাংলা নিউজ > ঘরে বাইরে > মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে কাকের মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ল ২ জন

মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে কাকের মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ল ২ জন

প্রতীকি ছবি

তদন্তে নেমে দেখা যায়, কাকগুলিকে খাওয়ানোর জন্য যে দানা সেখানে বিক্রি হচ্ছিল তাতে মেশানো রয়েছে বিষ।

পাতে যদি সত্যিই এসে পড়ে কউয়া বিরিয়ানি? এবার তেমনই বিভীষিকা তামিলনাড়ুর রামেশ্বরমে। কাকের মাংসের বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন এক মাংস ব্যবসায়ী। অভিযোগ, বিষ খাইয়ে কাকগুলিকে মেরে তার মাংস বিক্রি করতেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসে দিন কয়েক আগে। পিতৃপুরুষের স্মৃতিতে রামেশ্বরমে কাককে চালের দানা খাওয়ান বহু তীর্থযাত্রী। দেখা যায়, সেই চালের দানা খাওয়ার পরই মৃত্যু হচ্ছে কাকগুলির। ঘটনার কথা স্থানীয় প্রশাসনকে জানান কয়েকজন তীর্থযাত্রী।

তদন্তে নেমে দেখা যায়, কাকগুলিকে খাওয়ানোর জন্য যে দানা সেখানে বিক্রি হচ্ছিল তাতে মেশানো রয়েছে বিষ। সেই বিষাক্ত দানা খেয়েই মৃত্যু হচ্ছে কাকগুলির। এর পর মৃত কাকগুলির মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করছিল তারা।

তদন্তে জানা যায়, স্থানীয় ২ ব্যক্তি ঘটনার সঙ্গে যুক্ত। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

২০১৮ সালের এপ্রিলে কলকাতা ও লাগোয়া এলাকায় প্রকাশ্যে আসে ভাগাড় কাণ্ড। কী করে ভাগাড় থেকে মৃত পশুর মাংস কেটে রেস্তোরাঁয় সরবরাহ করা হচ্ছে তা জেনে মাংস খাওয়াই ছেড়ে দিয়েছিলেন অনেকে। কাক-কাণ্ড সেই স্মৃতি উসকে দেবে অনেকের মনে।



বন্ধ করুন