শ্রীনগর শহরতলিতে সন্ত্রাসবাদী হামলা। জহ্গিদের গুলিতে শহিদ হলেন নিরাপত্তাবাহিনীর দুই জওয়ান। এখনও চালু রয়েছে সংঘর্ষ।
বৃহস্পতিবার বিকেলে ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রীনগর সংলগ্ন খুশিপুরার অবন শাহ চকে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন টিমের উপরে অকস্মাৎ গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ভিড়ে ঠাসা এলাকা হওয়ার দরুণ সাধারণ নাগরিকের হতাহতের আশঙ্কায় প্রথমে পালটা গুলি চালায়নি বাহিনী। গটনায় দুই জওয়ান গুরুতর জখম হন এবং তাঁদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।’
ঘটনা সম্পর্কে কাশ্মীরের আইজি বিজয় কুমার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘এই এলাকায় জইশ-ই-মহম্মদ যথেষ্ট সক্রিয়। আশা করি রাতের মধ্যে হামলাকারী দলকে চিহ্নিত করতে পারব। ঘটনাস্থল ছেড়ে গাড়িতে পালায় সশস্ত্র জঙ্গিরা। তাদের মধ্যে সম্ভবত দুই জন পাকিস্তানি নাগরিক এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছে।’
সংঘর্ষের পরে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। একই সঙ্গে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।