বাংলা নিউজ > ঘরে বাইরে > কেনিয়ায় নিখোঁজ দুই ভারতীয়, রহস্য চরমে, চার প্রাক্তন পুলিশ আধিকারিকও গ্রেফতার

কেনিয়ায় নিখোঁজ দুই ভারতীয়, রহস্য চরমে, চার প্রাক্তন পুলিশ আধিকারিকও গ্রেফতার

কেনিয়ায় নিখোঁজ দুই ভারতীয়, গ্রেফতার ৬। প্রতীকী ছবি

কেনিয়ার সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ৬ অক্টোবর দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ২১দিনের জন্য় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। ২১ অক্টোবর চারজন প্রাক্তন পুলিশ আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। তারা আগে স্পেশাল সার্ভিস ইউনিটে কাজ করতেন।

গৌতম এস মেঙ্গল

গত ২১ জুলাই থেকে কেনিয়াতে নিখোঁজ মুম্বইয়ের বাসিন্দা জুলফিকার খান। তিনি বালাজি ফিল্মসের প্রাক্তন মুখ্য অপারেশনস অফিসার। মহম্মদ জায়েদ সামি নামে অপর ভারতীয় ও ট্য়াক্সি চালক নিকোডেমাস মোয়াঙ্গেও কেনিয়া থেকে নিখোঁজ হয়ে যান। এদিকে অসমর্থিত সূত্রে খবর, খান ও সামি দুজনেই মারা গিয়েছেন।

এদিকে কেনিয়ার তরফে জানানো হয়েছে, এনিয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত এনিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। এদিকে এই ঘটনায় চারজন প্রাক্তন পুলিশ আধিকারিক সহ ৬জন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে খান ও সামি দুজনেই নিখোঁজ।

এদিকে বিদেশ দফতরের তরফে বিবৃতিতে বলা হয়েছে কেনিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ  রাখা হয়েছে। তদন্ত দ্রুত করার ব্যাপারে বলা হয়েছে। নাইরোবিতে আমাদের রাষ্ট্রদূত গোটা বিষয়টি সেই দেশের প্রেসিডেন্টকে জানিয়েছেন। উদ্বেগও প্রকাশ করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে কেনিয়ার সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ৬ অক্টোবর দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ২১দিনের জন্য় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। ২১ অক্টোবর চারজন প্রাক্তন পুলিশ আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। তারা আগে স্পেশাল সার্ভিস ইউনিটে কাজ করতেন।

এদিকে ভারতের তরফে নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এদিকে নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁদের ফেরানোর জন্য প্রচার শুরু করেছেন বন্ধুবান্ধব, আত্মীয়রা। তবে তাদের পরিবারের তরফে বলা হয়েছে মৃত্যুর যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়। তাদের দাবি কোনও ভোট প্রচারে নয়, ছুটি কাটাতেই তারা কেনিয়া গিয়েছিলেন।

পরবর্তী খবর

Latest News

বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে জুড়বে শিয়ালদা-এসপ্ল্যানেড? মুখ খুলল KMRCL বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল… 'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?', RG করে বিক্ষোভের মুখে CBI, হল অশালীন আক্রমণও ‘কবির যদি টিবি না হয় তাহলে…’ হঠাৎ শ্রোতাদের বিদ্রুপ করে বিঁধলেন কেন শিলাজিৎ? Nations League- ইজরায়েলের মাঠে জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.