গৌতম এস মেঙ্গল
গত ২১ জুলাই থেকে কেনিয়াতে নিখোঁজ মুম্বইয়ের বাসিন্দা জুলফিকার খান। তিনি বালাজি ফিল্মসের প্রাক্তন মুখ্য অপারেশনস অফিসার। মহম্মদ জায়েদ সামি নামে অপর ভারতীয় ও ট্য়াক্সি চালক নিকোডেমাস মোয়াঙ্গেও কেনিয়া থেকে নিখোঁজ হয়ে যান। এদিকে অসমর্থিত সূত্রে খবর, খান ও সামি দুজনেই মারা গিয়েছেন।
এদিকে কেনিয়ার তরফে জানানো হয়েছে, এনিয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত এনিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। এদিকে এই ঘটনায় চারজন প্রাক্তন পুলিশ আধিকারিক সহ ৬জন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে খান ও সামি দুজনেই নিখোঁজ।
এদিকে বিদেশ দফতরের তরফে বিবৃতিতে বলা হয়েছে কেনিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তদন্ত দ্রুত করার ব্যাপারে বলা হয়েছে। নাইরোবিতে আমাদের রাষ্ট্রদূত গোটা বিষয়টি সেই দেশের প্রেসিডেন্টকে জানিয়েছেন। উদ্বেগও প্রকাশ করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে কেনিয়ার সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ৬ অক্টোবর দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ২১দিনের জন্য় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। ২১ অক্টোবর চারজন প্রাক্তন পুলিশ আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। তারা আগে স্পেশাল সার্ভিস ইউনিটে কাজ করতেন।
এদিকে ভারতের তরফে নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এদিকে নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁদের ফেরানোর জন্য প্রচার শুরু করেছেন বন্ধুবান্ধব, আত্মীয়রা। তবে তাদের পরিবারের তরফে বলা হয়েছে মৃত্যুর যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়। তাদের দাবি কোনও ভোট প্রচারে নয়, ছুটি কাটাতেই তারা কেনিয়া গিয়েছিলেন।