সোমবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ইসলামিক স্টেট অনুগামী সংগঠনের সদস্য দুই সন্ত্রাসবাদী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, নিহত দুই সন্ত্রাসবাদীর পরিচয়। তাদের মধ্যে একজন আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম এবং অন্য জন শাহিন বশির ঠোকের। তচারকা দুজনেই ইসলামিক স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর (ISJK)সংগঠনের সদস্য। তারা দুজনেই কাশ্মীরের শোপিয়ান অঞ্চলের বাসিন্দা।
গত ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে নাশকতামূলক কাজে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে ওয়ানি। অন্য দিকে, ২০১৯ সালের ১৫ অগস্ট ISJK-তে যোগ দেয় প্রাক্তন লস্কর-ই-তৈবা জঙ্গি ঠোকের।
এ দিন সকালে কুলগাম জেলার মিরওয়ানি গ্রাম ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। গ্রামে আত্মগোপনকারী জঙ্গিরা তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করলে পালটা আক্রমণ হানে বাহিনী। সংঘর্ষে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে শ্রীনগরের নওয়াকাদালে এমনই এক সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছিল আরও দুই সন্ত্রাসবাদী।