বাংলা নিউজ > ঘরে বাইরে > কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে খতম জঙ্গি, দেশের জন্য সর্বোচ্চ বলিদান দুই জওয়ানের

কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে খতম জঙ্গি, দেশের জন্য সর্বোচ্চ বলিদান দুই জওয়ানের

কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে খতম জঙ্গি, শহিদ দুই জওয়ান (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, এখনও এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান চলছে।

শনিবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের জাইনাপোরা এলাকায় চেরমার্গে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় দুই সেনা জওয়ান প্রাণ হারালেন। সংবাদ সংস্থার এএনআই সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ কাশ্মীরে আজ সকালে হওয়া এনকাউন্টারে এক জঙ্গিও মারা গিয়েছে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, এখনও এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, স্থানীয়দের থেকে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা চেরমার্গের ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালায়। এলাকাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তাঁরা৷ এর পর গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়৷ সেই তল্লাশি অভিযান তলাকালীনই আত্মগোপন করে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ জবাবে পাল্টা গুলি চালায় বাহিনী ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় এক জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা৷

মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি এখনও। সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তাও জানা যায়নি৷ তদন্ত শুরু হয়েছে। বাহিনী গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে৷ আর কোনও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে কিনা তা জানতে এই তল্লাশি অভিযান৷ এই আবহে জাইনাপোরার চেরমার্গ ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

বন্ধ করুন