বাংলা নিউজ > ঘরে বাইরে > Objection to CJI Remark: বিচারপতি কৃষ্ণ আইয়ারের সমালোচনা, পালটা CJI-এর বিরুদ্ধে সরব দুই বিচারপতি

Objection to CJI Remark: বিচারপতি কৃষ্ণ আইয়ারের সমালোচনা, পালটা CJI-এর বিরুদ্ধে সরব দুই বিচারপতি

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (ফাইল - এএনআই)

সংবিধানের ৩৯(বি) ধারা প্রসঙ্গে বিচারপতি কৃষ্ণ আইয়ারের মতামতের সমালোচনা করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর সেই অবস্থানের সঙ্গে কেন সহমত হলেন না অন্য দুই বিচারপতি?

সংবিধানের ৩৯(বি) ধারা প্রসঙ্গে বিচারপতি কৃষ্ণ আইয়ার যে মতামত প্রতিষ্ঠিত করেছিলেন, তার সমালোচনা করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে রায় দিয়েছেন, তার বিরোধিতা করলেন বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া।

বিচারপতি নাগারত্না এই প্রসঙ্গে বলেছেন, বিচারপতি কৃষ্ণ আইয়ার সম্পর্কে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য 'অযৌক্তিক'। আর বিচারপতি ধুলিয়া মনে করেন, প্রধান বিচারপতির মন্তব্য 'কঠোর'। যা 'না বললেও হতো'!

প্রসঙ্গত, সংশ্লিষ্ট বেঞ্চের ন'জন সদস্য হলেন - প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি বি ভি নাগারত্না, বিচারপতি সুধাংশু ধুলিয়া, বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রা, বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ।

সংশ্লিষ্ট বেঞ্চের সামনে যে মামলাটি বিচারের জন্য পেশ করা হয়েছিল, তাতে জানতে চাওয়া হয়েছিল, দেশ, সমাজ বা গোষ্ঠীর কল্যাণের নামে, অর্থাৎ - বৃহত্তর স্বার্থে সরকার কি ব্যক্তিগত মালিকানাধীন যে কোনও সম্পত্তি চাইলেই অধিগ্রহণ করতে পারে? সংবিধানের ৩৯(বি) ধারা অনুসারে, সঠিক পদক্ষেপ কী?

এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে যে রায় দিয়েছে, তাতে বলা হয়েছে, সরকার চাইলেই ব্যক্তিগত মালিকানাধীন সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই রায়ই নথিভুক্ত করান।

যদিও বিচারপতি নারারত্না বেঞ্চের এই সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের পক্ষে ছিলেন না। তাঁর মতে, ব্যক্তিগত হোক কিংবা সরকারি, বৃহত্তর গোষ্ঠীর স্বার্থে সব সম্পত্তিই সরকার অধিগ্রহণ করতে পারে।

এর পাশাপাশি, বিচারপতি আইয়ার সম্পর্কে বর্তমান প্রধান বিচারপতি যে মন্তব্য করেন, তারও বিরোধিতা করে নিজের মতামত ও বক্তব্য রেকর্ড করান বিচারপতি নারারত্না।

প্রসঙ্গত, মঙ্গলবারের শুনানি ও রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, ৩৯(বি) ধারা সংক্রান্ত পুরোনো মামলা ও তার রায় উল্লেখ করে, বিচারপতি কৃষ্ণ আইয়ার এবং বিচারপতি চিন্নাপ্পা রেড্ডি সম্পর্কে মন্তব্য করেন, অতীতে ওই দুই বিচারপতিই একটি 'নির্দিষ্ট অর্থনৈতিক আদর্শে' উদ্বুদ্ধ ছিলেন।

কিন্তু, বিচারপতি নাগারত্না এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে, সংশ্লিষ্ট ধারা সংক্রান্ত পুরোনো মামলাটির রায় ঘোষণা করার সময়, বিচারের দায়িত্বে থাকা উপরোক্ত দুই বিচারপতিই বারবার সংবিধান প্রণেতাদের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন এবং সেই অনুসারেই রায় দান করেছেন।

এই প্রসঙ্গে বিচারপতি নাগারত্না বলেন, '...অর্থনৈতিক নীতি নির্ধারণ করা এই আদালতের কাজ নয়। বরং একটি অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তি স্থাপনের জন্য সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য সহজতর করাই এই আদালতের দায়িত্ব।

বিচারপতি নাগারত্নার মতে, বিচারপতি কৃষ্ণ আইয়ার যে রায় দিয়েছিলেন, তা অবশ্যই তৎকালীন সামাজিক প্রেক্ষাপট বিচার করেই দিয়েছিলেন।

বিচারপতি নাগারত্না তাঁর বিস্ময় প্রকাশ করে জানতে চান, অতীতে কোনও বিচারপতি যদি নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে উপনীত হন, তাহলে কি তার জন্য তাঁদের এভাবে অভিযুক্ত করা যেতে পারে! তাই তিনি প্রধান বিচারপতির সংশ্লিষ্ট মন্তব্যকে 'অযৌক্তিক' বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, বিচারপতি ধুলিয়াও, বিচারপতি আইয়ার ও বিচারপতি রেড্ডির অবস্থানকেই সমর্থন করেছেন।

তিনি বলেন, 'যেকোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে, বিচারপতি কৃষ্ণ আইয়ারের মতবাদ সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, আমি তার বিরুদ্ধে আমার তীব্র অসন্তোষ এখানে লিপিবদ্ধ করছি। এই সমালোচনার ভাষা অত্যন্ত কঠোর এবং তা এড়ানো যেত।'

পরবর্তী খবর

Latest News

চিনের থেকে নয়া হাঙর শ্রেণির সাবমেরিন পেল পাকিস্তান, ভারত কি চিন্তায় পড়বে? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে গরমে পুড়বে বাংলা, ৩ দিন পরেই নামবে বৃষ্টি, ৫০ কিমিতে ঝড় কোন কোন জেলায়? মালব্য রাজযোগে ৫ রাশির খুলবে কপাল, দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল চৈত্র নবরাত্রির আগেই পাপমোচনী একাদশী, পুজোর দিন ক্ষণ তিথি শুভ সময় জেনে নিন ‘প্ল্যান করেই এগোচ্ছে নওশাদ..., ও তৃণমূলে যাবে না, কিন্তু...!’ কী বলছেন ত্বহা? চৈত্র পূর্ণিমায় হনুমান জন্মোৎসব, গোপন শত্রুতা থেকে মুক্তি পেতে করুন এভাবে পুজো 'গেম একই!' বাংলায় সাংগঠনিক বৈঠক হল বিজেপির, পরের ক্যাপ্টেন কে?

IPL 2025 News in Bangla

মাঠে ঢুকে পড়েছিলাম... সবচেয়ে বড় ভুল ছিল… IPL 2019-এর নো-বল বিতর্কে দাবি ধোনির চোটের জন্য ছিটকে গেলেন কেকেআর পেসার, আইপিএলে সুযোগ পেলেন বাংলাদেশি তারকা? ১০০তম টেস্টের দিন অশ্বিনের ডাকে সাড়া দেননি ধোনি… অভিমান কমেনি তারকা স্পিনারের IPL 2025: ‘অধিনায়ক-ব্যাটার’ দ্বন্দ্বে ভুগবেন রাহানে…বড় দাবি ভারতের প্রাক্তনীর IPL 2025: মহিলা ভক্তের দিনটাই যেন রঙিন করে দিলেন কোহলি, কীভাবে? নিজেরাই দেখে নিন মেগা নিলামে অবিক্রিত ছিলেন,তবে LSG-তে অনুশীলনে দেখা মিলল শার্দুলের, ভাগ্য খুলবে? IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান KKR-কে রাহানে নেতৃত্ব দিতে নামলেই হবে ইতিহাস, পিছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? দলের ফাইনালের রেকর্ড কী? ‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’, সাফ কথা বিরাটের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.