গরু পাচার সন্দেহে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের রাইপুরে গরু পাচার হচ্ছিল বলে সন্দেহের বশে কয়েকজনকে মারধরের অভিযোগ রয়েছে। ঘটনাস্থলেই মারধরের জেরে মৃত্যু হয় ২ জনের। একজন আহত হয়েছেন বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
ছত্তিশগড়ের রাইপুরের আরং পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এলাকায় মহানদী ব্রিজের উপর এই ঘটনা ঘটে যায়। স্থানীয় সময় মধ্যরাত ২.২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এই ঘটনায় মৃতরা হলেন চাঁদ মিঞা ও গুড্ডু খান। ঘটনায় যিনি আহত হয়েছেন, তাঁর নাম সদ্দাম। আপাতত এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাদ্দাম। পুলিশ জানিয়েছে, সদ্দাম, গুড্ডু খান ও চাঁদ মিঞা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। উত্তর প্রদেশের সাহারনপুর জেলার বাসিন্দা হলেন এই তিনজন। গোটা ঘটনা ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ বলছে, এখনও পর্যন্ত ঘটনা ঘিরে বহু দিক থেকে তদন্ত বাকি। প্রথমত, ওই তিনজন ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন, নাকি তাঁদের মারধর করে হত্যা করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলবে। আরং পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা শৈলন্দ্র সিং শ্যাম বলছেন,'নিহত ব্যক্তি মহাসমুন্দের একটি গ্রাম থেকে মোষ নিয়ে ওড়িশার বাজারে নিয়ে যাচ্ছিলেন।' পুলিশ বলছে, যখন ওই তিনজন সন্দেহ করেন যে তাঁদের গাড়িকে ধাওয়া করা হচ্ছে, তাঁরা গাড়ি ঘুরিয়ে রাইপুরের দিকে যেতে থাকেন। পুলিশ সন্দেহ করছে, এই হামলা পরিকল্পনা মাফিক হয়েছে। পুলিশেক তরফে বলা হচ্ছে, ‘ আমরা সন্দেহ করি যে অপরাধীরা এটি পরিকল্পনা করেছিল কারণ তারা ধারালো পেরেক ছুঁড়েছিল যার ফলে গরু বহনকারী গাড়িতে পাংচার হয়েছিল। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় টায়ার ফেটে যায় এবং গাড়ি থামাতে বাধ্য হয় এবং উভয় পক্ষ মারামারি শুরু হয়।’ পুলিশ বলছে,'নিহতরা ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হত, তা এখনও স্পষ্ট নয়। আমরা এই দিকগুলো তদন্ত করছি।'