বাংলা নিউজ > ঘরে বাইরে > আর বাড়ি ফেরা হল না কলকাতার দুই পর্বতারোহীর, হিমবাহের ঠান্ডা কেড়ে নিল প্রাণ

আর বাড়ি ফেরা হল না কলকাতার দুই পর্বতারোহীর, হিমবাহের ঠান্ডা কেড়ে নিল প্রাণ

বরফে ঢাকা  স্পিতি উপত্যকায় চিরতরে হারিয়ে গেলেন কলকাতার দুই বাসিন্দা

সমুদ্রপৃষ্ঠ থেকে এই হিমবাহের উচ্চতা প্রায় ৫ হাজার ৮৮৪ মিটার উপরে।

পাহাড়ে চড়ার নেশা, পাহাড়ের হাতছানি এড়াতে পারেননি তাঁরা। বেরিয়ে পড়েছিলেন। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হল কলকাতার দুই পর্বতারোহীর। স্থানীয় সূত্রে খবর, হিমাচল প্রদেশের  স্পিতি উপত্যকার বরফে ঢাকা খেমনগর হিমবাহ ধরে ধাপে ধাপে নেমে আসছিলেন তাঁরা। কিন্তু আর শেষ রক্ষা হল না। প্রবল ঠাণ্ডায় চিরতরে হারিয়ে গেলেন কলকাতার দুই পর্বতারোহী। সূত্রের খবর, আরিয়াত মাউন্টেনারিং ক্লাবের তরফে বাংলা থেকে ৬জনের দল খেমনগর হিমবাহে ট্রেকিংয়ে গিয়েছিলেন। গত ১৫ই সেপ্টেম্বর তাঁরা খেমনগর হয়ে ট্রেকিং করছিলেন। এদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে এই হিমবাহের উচ্চতা প্রায় ৫ হাজার ৮৮৪ মিটার উপরে। অপর এক পর্বতারোহী অভিজিৎ বনিক পাহাড়ী পথ ধরে ওঠার সময় জানতে পারেন ১৮ জনের একটি টিম বরফে আটকে গিয়েছে। তাদের মধ্যে দুজন মারা গিয়েছেন বলেও তিনি জানতে পারেন। এরপরই তিনি খবর দেন নীচে।পরে মৃত দুজনকে সনাক্ত করা হয়। মৃত এক ব্যক্তির নাম সন্দীপ কুমার ঠাকুরতা। বয়স ৩৮। তিনি বেলঘরিয়ার বাসিন্দা। অপরজনের নাম ভাস্করদের মুখোপাধ্যায়।৬১ বছর বয়সী ওই ব্যক্তি ব্যারাকপুরের বাসিন্দা। 

ডেপুটি কমিশনার নীরজ কুমার বলেন, দুটি উদ্ধারকারী টিমকে কাজে লাগানো হয়েছে। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, স্থানীয় পর্বতারোহীরা, চিকিৎসক, সেনাবাহিনী উদ্ধারকাজে নেমেছেন। নীরজ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঠান্ডাতেই তাঁদের মৃত্যু হয়েছে। উচ্চতার জন্য অসময় ওই জায়গায় বরফ জমে থাকে। এদিকে খেমনগরে পৌঁছতে উদ্ধারকারী টিমের অন্তত তিনদিন সময় লাগতে পারে। 

 

পরবর্তী খবর

Latest News

‘ভেতরে যাদের ময়লা আর যাই হোক তাদের দ্বারা…’, চারুকলা পর্ষদ ছাড়লেন প্রদোষ পাল Zimbabwe Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গার্হস্থ্য হিংসার আইন 498A IPCর সবচেয়ে বেশি অপব্যবহার হয়, জোরালো বার্তা SCর বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ৮৭ শতাংশ, ভারতে বজ্রপাতে মৃত্যুর প্রবণতা বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যালে প্রশ্ন ফাঁস, বিস্ফোরক দাবি হাসপাতালের প্রাক্তন সুপারের শুধু 'স্যার' বলার ঝুঁকি নিল না সরকার, এবার ডাক্তারদের কী লিখলেন মুখ্যসচিব? সেটা হয়তো আর কখন নাও হতে পারে- ডি'ককের দলে ফেরা নিয়ে প্রোটিয়া কোচের ভবিষ্যদ্বাণী দুর্গাপুজোর আগে ঘরে নিয়ে আসুন লজ্জাবতী গাছ! শুভ ফল পেতে দেখে নিন বাস্তুটিপস বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ব়্যাঙ্কিংয়ের সেরা পাঁচে রোহিত, প্রথম দশে কোহলিরাও 'শুভবুদ্ধির উদয় হোক', জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকল নবান্ন, ‘দুর্ভাগ্যজনকভাবে…..’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.