পাহাড়ে চড়ার নেশা, পাহাড়ের হাতছানি এড়াতে পারেননি তাঁরা। বেরিয়ে পড়েছিলেন। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হল কলকাতার দুই পর্বতারোহীর। স্থানীয় সূত্রে খবর, হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার বরফে ঢাকা খেমনগর হিমবাহ ধরে ধাপে ধাপে নেমে আসছিলেন তাঁরা। কিন্তু আর শেষ রক্ষা হল না। প্রবল ঠাণ্ডায় চিরতরে হারিয়ে গেলেন কলকাতার দুই পর্বতারোহী। সূত্রের খবর, আরিয়াত মাউন্টেনারিং ক্লাবের তরফে বাংলা থেকে ৬জনের দল খেমনগর হিমবাহে ট্রেকিংয়ে গিয়েছিলেন। গত ১৫ই সেপ্টেম্বর তাঁরা খেমনগর হয়ে ট্রেকিং করছিলেন। এদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে এই হিমবাহের উচ্চতা প্রায় ৫ হাজার ৮৮৪ মিটার উপরে। অপর এক পর্বতারোহী অভিজিৎ বনিক পাহাড়ী পথ ধরে ওঠার সময় জানতে পারেন ১৮ জনের একটি টিম বরফে আটকে গিয়েছে। তাদের মধ্যে দুজন মারা গিয়েছেন বলেও তিনি জানতে পারেন। এরপরই তিনি খবর দেন নীচে।পরে মৃত দুজনকে সনাক্ত করা হয়। মৃত এক ব্যক্তির নাম সন্দীপ কুমার ঠাকুরতা। বয়স ৩৮। তিনি বেলঘরিয়ার বাসিন্দা। অপরজনের নাম ভাস্করদের মুখোপাধ্যায়।৬১ বছর বয়সী ওই ব্যক্তি ব্যারাকপুরের বাসিন্দা।
ডেপুটি কমিশনার নীরজ কুমার বলেন, দুটি উদ্ধারকারী টিমকে কাজে লাগানো হয়েছে। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, স্থানীয় পর্বতারোহীরা, চিকিৎসক, সেনাবাহিনী উদ্ধারকাজে নেমেছেন। নীরজ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঠান্ডাতেই তাঁদের মৃত্যু হয়েছে। উচ্চতার জন্য অসময় ওই জায়গায় বরফ জমে থাকে। এদিকে খেমনগরে পৌঁছতে উদ্ধারকারী টিমের অন্তত তিনদিন সময় লাগতে পারে।