মহাকুম্ভ মেলা এবং হিন্দু দেবদেবীদের নিয়ে 'আপত্তিকর ও অসম্মানজনক' মন্তব্য করে ফাঁপড়ে পড়তে হল দুই ব্যক্তিকে। তাঁদের গ্রেফতার করা হল এমন আচরণের জন্য। সূত্রের দাবি, ধৃতদের মধ্যে একজন আবার পেশায় সাংবাদিক। তাঁর নাম - কামরান আলভি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর সামনে এসেছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শহরের কোতোয়ালির এসএইচও অলোক মণি ত্রিপাঠী সাংবাদিকদের জানান, 'অভিযুক্তকে (কামরান আলভি) ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।'
এসএইচও জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্য়ায় সংহিতা (বিএনএস)-এর ২৯৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধারার অধীনে যেকোনও ধর্মীয় সম্প্রদায় বা যেকোনও ধর্মে বিশ্বাসী মানুষের ভাবাবেগকে আঘাত দেওয়ার উদ্দেশ্য়ে ইচ্ছাকৃতভাবে করা কোনও মন্তব্য বা আচরণের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার বিধান তৈরি করা হয়েছে।
অলোক মণি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় প্রতীকের অবমাননা করার অভিযোগ রয়েছে। তাঁকে যথাসময়ে আদালতে পেশ করা হবে।
টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সোশাল মিডিয়ায় মহাকুম্ভ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কামরান আলভি। তাতেই নাকি কিছু মানুষ বেজায় ক্ষুণ্ণ হন। বিষয়টি উর্ধ্বতন প্রশাসনের নজরে আসে। তারপরই আলভির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
প্রসঙ্গত, আলভির ফেসবুক পেজে ফলোয়ার রয়েছেন ৯ হাজারেরও বেশি। তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল চালান। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। ওই ভিডিয়ো আর কারা কারা শেয়ার করেছেন, সেসবও খোঁজ করা হচ্ছে।
এই প্রতিবেদনে দ্বিতীয় যে ব্যক্তিকে গ্রেফতার করার কথা আগেই বলা হয়েছে, তাঁর নাম - অভিষেক কুমার। তিনি জয়পুরের নিকটবর্তী বোজা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয় এসএইচও অমিত প্রতাপ সিং।
তাঁর বিরুদ্ধে অভিযোগ হল, তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে মহাকুম্ভ মেলা এবং হিন্দু দেবদেবীদের নিয়ে অমাননাকর মন্তব্য করেছিলেন। তারই ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার একেবারে শুরু থেকেই জমজমাট থেকেছে মহাকুম্ভ মেলা। বহু বিশিষ্ট ব্যক্তিকে মহাকুম্ভ উপলক্ষে পবিত্র স্নান করতে দেখা গিয়েছে। সেই তালিকায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রয়াত অ্য়াপল কর্তা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস-সহ অনেকেই রয়েছেন।
আবার অন্যদিকে, আইআইটি বাবা থেকে শুরু অগ্নিকাণ্ড - এমনই নানা ঘটনাকে ঘিরে বারবার শিরোনামে উঠে এসেছে এবারের মহাকুম্ভ মেলা।