বাংলা নিউজ > ঘরে বাইরে > 'পাকিস্তানি গান বন্ধ করতে বলায় ভারতের নামে কুকথা', উত্তরপ্রদেশে পাকড়াও ২ কিশোর: রিপোর্ট

'পাকিস্তানি গান বন্ধ করতে বলায় ভারতের নামে কুকথা', উত্তরপ্রদেশে পাকড়াও ২ কিশোর: রিপোর্ট

'পাকিস্তানি গান' শোনায় ২ নাবালককে পাকড়াও উত্তরপ্রদেশ পুলিশের, দায়ের মামলা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

যদিও কিশোরদের পরিবারের দাবি, নিজেদের অজান্তেই গান চালিয়েছিল তারা।

'পাকিস্তানি গান' শোনা এবং ভারতের বিরুদ্ধে ‘বাজে কথা’ বলার অভিযোগে দুই নাবালককে পাকড়াও করল উত্তরপ্রদেশ পুলিশ। এমনটাই জানানো হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, ওই গানে পাকিস্তানের প্রশস্তি করা হচ্ছিল। তা নিয়েই অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। যদিও কিশোরদের পরিবারের দাবি, নিজেদের অজান্তেই গান চালিয়েছিল তারা।

ওই সংবাদমাধ্যমের একটি ভিডিয়ো প্রতিবেদন অনুযায়ী, বরেলির ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে গানে পাকিস্তানের প্রশস্তি করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে ওই নাবালকরা কটূ কথা বলছিল বলেও অভিযোগ উঠেছে। সেইসঙ্গে তারা গালিগালাজ করছিল বলে অভিযোগ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, দুই নাবালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পাকিস্তানি গান বন্ধ করতে বলায় ভারতের বিরুদ্ধে কটূ কথা বলে দুই নাবালক। গালিগালাজও করা হয় বলে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল পাঁচটা নাগাদ দু'জনকে পাকড়াও করা হয়। সারারাত তাদের থানায় রেখে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন: সিধুর পিচে খেলার ‘পরামর্শ’, ইমরানকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী রেহাম খানের

তবে বরেলির বিশেষ পুলিশ সুপারকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নাবালকদের রাতভর ধরে রাখা হয়েছিল কিনা, তা জানেন না। তিনি যতদূর জানেন, তাতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছিল। একজন শীর্ষ পুলিশ আধিকারিককে তদন্তের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.