বাংলা নিউজ > ঘরে বাইরে > TMC MLA's: মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন দুই বিধায়ক, মেঘের আড়ালে কেন এমন ঘটল?

TMC MLA's: মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন দুই বিধায়ক, মেঘের আড়ালে কেন এমন ঘটল?

দু’‌জন বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন।

তৃণমূল ছেড়েছেন এবং ন্যাশনাল পিপলস্ পার্টিতে (এনপিপি) যোগদান করেছেন। আনুষ্ঠানিকভাবেই তাঁরা যোগদান করেছেন। তবে নিজেদের স্বার্থের কথা প্রকাশ্যে আনেননি। এই দু’‌জন বিধায়ক তৃণমূল ছেড়ে দেওয়ায় তাদের এখানে বিধায়ক সংখ্যা কমে হল ৯। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দু’‌জন বিধায়ক ছেড়ে দেওয়ায় চর্চা শুরু হয়েছে।

কয়েকদিন আগেই একসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় ঘুরে এসেছেন। আবার চলতি মাসেই তাঁদের মেঘের রাজ্যে যাওয়ার কথা। কারণ এই বছরেই সেখানে বিধানসভা নির্বাচন। এখন সেখানে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে আরও দু’‌জন বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দু’‌জন বিধায়ক ছেড়ে দেওয়ায় ঘরে–বাইরে প্রবল চর্চা শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছে মেঘালয়ে?‌ মেঘালয়ে গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন আরও দুই বিধায়ক। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে। কারণ মেন্দিপথারের বিধায়ক মারথন সাংমা এবং টিকরিকিল্লার বিধায়ক জিমি ডি সাংমা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং ন্যাশনাল পিপলস্ পার্টিতে (এনপিপি) যোগদান করেছেন। আনুষ্ঠানিকভাবেই তাঁরা যোগদান করেছেন। তবে নিজেদের স্বার্থের কথা প্রকাশ্যে আনেননি। এই দু’‌জন বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ায় তাদের এখানে বিধায়ক সংখ্যা কমে হল ৯ জন।

কেন তাঁরা তৃণমূল কংগ্রেস ছাড়লেন?‌ সূত্রের খবর, মারথন এবং জিমির দলবদল করার সিদ্ধান্ত পূর্বপরিকল্পিত। এদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কয়েকদিন ধরেই দুই বিধায়ক দূরত্ব বাড়াচ্ছিল। মেঘালয় রাজ্যের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫২টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকা থেকে বাদ পড়েন মারথন ও জিমির নাম। তখন থেকেই দুই বিধায়ক দলবদল করার ছক কষে ফেলে। যেখানে টিকিট পাবেন সেখানে যাবেন বলে সিদ্ধান্ত নেন। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে তোলেন তাঁরা। এবার দুই বিধায়ক স্পিকার মেটবা লিংডোর হাতে পদত্যাগপত্র জমা দিলেন। এনপিপিতে যোগদানের পর মারথন বলেন, ‘তৃণমূল কংগ্রেসে খুশি ছিলাম না। কর্মী–সমর্থকেরাও চাইছিলেন যাতে এনপিপিতে যোগ দিই। তাই এই সিদ্ধান্ত নিলাম।’

আর কী জানা যাচ্ছে?‌ মারথন ও জিমি দু’জন গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। তারপর মুকুল সাংমার হাত ধরে ২০২২ সালে এই রাজ্যের যে ১২ জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁদের মধ্যে এই দু’জন বিধায়কও ছিলেন। তখন দুই বিধায়ককেই তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বলেন, ‘আমাদের দলের শক্তি যে বাড়ছে, এই যোগদানেই তা প্রমাণিত। আর মেঘালয়ের জন্য আমাদের ভাল কাজ জারি থাকবে।’ এই ঘটনার পর এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন