হেলিকপ্টার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছিল গত ৮ই ডিসেম্বর। এরপর দুমাস পেরিয়ে গিয়েছে। কিন্তু সিডিএসের চেয়ারে কে বসবেন তা নিয়ে ধোঁয়াশাটা থেকেই গিয়েছে। এনিয়ে সরকারের তরফেও এখনও কিছু জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সেই পদ শূন্য থাকা কাম্য নয়।
প্রাক্তন অবসরপ্রাপ্ত আর্মি কমান্ডার লেফটেনান্ট জেনারেল ডিএস হুডা বলেন, নতুন সিডিএস নিয়োগের ক্ষেত্রে সরকারকে বড় সিদ্ধান্ত নিতে হবে এটা বুঝতে পারছি। এদিকে সূত্রের খবর, তিন বাহিনীর মধ্যে থেকেই সরকার সিডিএস পদে যোগ্য মানুষকে বাছতে পারেন। প্রাক্তন অবসরপ্রাপ্ত আর্মি ভাইস চিফ লেফটেনান্ট জেনারেল এ এস লাম্বা বলেন, সরকারকে সর্বোত্তম মানুষকেই এই পদের জন্য বাছতে হবে। এজন্য সরকারকে একটা বড় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এদিকে জেনারেল রাওয়াত তাঁর কর্মজীবনে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছেন। বাহিনীকে আরও শক্তপোক্তভাবে তৈরি করতে তিনি তিন বাহিনীর মধ্য়ে সমণ্বয় করাও চেষ্টা করছিলেন। কিন্তু কুন্নুরের কাছে সেনার বিমান ভেঙে পড়ে আচমকাই। সেই বিমানে সস্ত্রীক বিপিন রাওয়াত ছিলেন। ঘটনাস্থলে মৃত্য়ু হয়েছিল তাঁর। দেশ হারিয়েছিল এক দক্ষ সেনা সর্বাধিনায়ককে। তবে সেই পদটি ফাঁকা রয়েছে এখনও।