বাংলা নিউজ > ঘরে বাইরে > Two Pilots fight in cockpit: উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলটের চুলোচুলি! ভয়ঙ্কর কাণ্ডের শেষে কী ঘটল?

Two Pilots fight in cockpit: উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলটের চুলোচুলি! ভয়ঙ্কর কাণ্ডের শেষে কী ঘটল?

উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলটের চুলোচুলি

‘এয়ার ফ্রান্স’ এর বিমানের এই কাণ্ড যখন ঘটছে তখন বিমান মাঝ আকাশে। বচসার সূত্রপাত পাইলদের মধ্যে একজন নির্দিষ্ট নির্দেশ মানেনি, তাই নিয়ে। বচসা এতটাই জোরদার হয় যে একজন পাইলট অপরজনকে ব্রিফকেস ছুঁড়ে মারেন। এদিকে, বিমানের যাত্রীরা যে যার মতো নিশ্চিন্তে সফর করছিলেন।

প্লেনের যাত্রীরা তখন ঘুনাক্ষরেও টের পাননি ককপিটে কী চলছে। মাটি ছেড়ে বিমান আকাশে উড়তেই উড়ন্ত বিমানের মধ্যে একেবারে কুরুক্ষেত্র বেঁধে গেল ককপিটে। এক পাইলট অপর পাইলটকে কষিয়ে বাগালেন চড়। অন্যজনও ছেড়ে দেননি। বিমান চলল বিমানের মতো, আর পাইলটা করে গেলেন মারপিট। ভিয়েনা থেকে প্যারিসগামী এক বিমানে এই ঘটনা ঘটে গিয়েছে।

‘এয়ার ফ্রান্স’ এর বিমানের এই কাণ্ড যখন ঘটছে তখন বিমান মাঝ আকাশে। বচসার সূত্রপাত পাইলদের মধ্যে একজন নির্দিষ্ট নির্দেশ মানেনি, তাই নিয়ে। বচসা এতটাই জোরদার হয় যে একজন পাইলট অপরজনকে ব্রিফকেস ছুঁড়ে মারেন। এদিকে, বিমানের যাত্রীরা যে যার মতো নিশ্চিন্তে সফর করছিলেন। এমন এক পরিস্থিতিতে ককপিটের বিতর আওয়াজ শুনে এক বিমান ক্রু সদস্য ককপিটের ভিতরে প্রবেশ করেন। পরিস্থিতি দেখে অবাক হয়ে যান তিনি। দেখা যায়, একজন পাইলট অন্যজনকে বেধড়ক মারছেন। চুলোচুলি থামাতে উদ্যোগ নেন ক্রু সদস্যরা। গণেশের পুজোয় ২১ দুর্বা, নারকেল নিয়ে কোন রীতি প্রচলিত? আর্থিক উন্নতির কিছু টিপস

আর যেন বিমান চলাকালে কোনও মারপিট না হয়, তার জন্য এক ক্রু সদস্য, বিমানের মধ্যেই নজরদারি করেন। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে দুই পাইলটকেই সাসপেন্ড করে। এয়ার ফ্রান্স জানিয়েছে দ্রুততার সঙ্গে বিমানের পাইলটদের ঝগড়া মেটানো হয়েছে। ফলে যাত্রী সুরক্ষা অক্ষত ছিল।  

 

 

 

 

 

 

বন্ধ করুন