বিমান সফরে বেয়াড়া ঘটনার সাক্ষী হতে হয়েছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকেও! সেদিন তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে বিমানে উঠেছিলেন বিচারপতি সুর্য কান্ত এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন। তখনই এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হয় তাঁদের।
তাঁদের এই অভিজ্ঞতা নিয়ে বিচারপতি বিশ্বনাথন নিজেই মুখ খুলেছেন। আসলে, তাঁর এজলাসে একটি মামলা উঠেছিল শুনানির জন্য। সেই মামলায় আদালতের কাছে দিশা চাওয়া হয়েছিল - কীভাবে বিমানে সওয়ার বেয়াড়া যাত্রীদের সামাল দিতে হবে, তা জানতে চেয়ে! সেই প্রেক্ষিতে নিজের এবং সহকর্মীর অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন বিচারপতি বিশ্বনাথন।
তিনি জানান, কীভাবে কিছু মানুষ মদ্যপান করে বিমানে ওঠেন, এবং তারপর এমন সব কীর্তি করে বসেন, যা তাঁদের করা উচিত নয়।
বিচারপতি বিশ্বনাথন বলেন, 'আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি এবং আমার সহকর্মী বিচারপতি সূর্য কান্ত বিমানে বসে ছিলাম। দু'জন যাত্রী সম্পূর্ণ মাতাল হয়ে ছিলেন। তাঁদের মধ্যে একজন শৌচালয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। আর একজন বাইরেই বমি করতে শুরু করেন। তাঁকে ভমিট ব্যাগ দিয়ে সাহায্য় করছিলেন বিমানের মহিলা কর্মীরা।...'
'...আধঘণ্টা, ৩৫ মিনিট ধরেও ওঁরা মাস্টার কি দিয়ে শৌচালয়ের দরজা খুলতে পারেননি। কারণ, বিমানের সব কর্মীই ছিলেন মহিলা। তাঁরা একজন পুরুষ যাত্রীকে অনুরোধ করেন, যাতে তিনি শৌচালয়ের দরজা খোলেন এবং সেই ব্যক্তিই বিমানকর্মীদের সাহায্য করেন। তিনি শৌচালয়ের দরজা খোলেন এবং ভিতরে ঘুমিয়ে পড়া সেই যাত্রীকে জাগিয়ে তোলেন এবং তাঁকে সেখান থেকে বের করে আনেন!'
লাইভ ল-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বিচারপতি বিশ্বনাথনের এই অভিজ্ঞতার বর্ণানা প্রকাশ করা হয়েছে।
এনডিটিভি-র একটি প্রতিবেদনে আরও জানা গিয়েছে, যখন বিমানের ভিতর এইসব কাণ্ড ঘটছে, সেই সময় সেই বিমানের একেবারে সামনের সারিতে, গ্যালারি এবং শৌচালয়ের কাছেই দুই বিচারপতি তাঁদের আসনে বসেছিলেন। তাঁদের আসন অবশ্য একেবারে পাশাপাশি ছিল না। এবং বিমানে বসেই তাঁরা তাঁদের পরদিন সকালের মামলাগুলি নিয়ে পড়াশোনা করছিলেন!
পরবর্তীতে জানা যায়, সেদিন যে মদ্যপ যাত্রী শৌচালয়ের ভিতর ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন, তিনি প্রায় আধঘণ্টা ধরে ভিতরে ছিলেন! ফলত, বাকি যাত্রীরা অনেকেই সমস্যায় পড়েন। আর ঠিক সেই সময়েই তাঁর সঙ্গী সহযাত্রীটি শৌচালয়ের ভিতর ঢুকতে না পেরে বাইরেই বমি করতে শুরু করেন!
আর সেই ভয়ঙ্কর গা-ঘিনঘিনে ঘটনার সাক্ষী হতে হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি-সহ বাকি সমস্ত বিমানযাত্রীকে!