হাড়হিম করা ঘটনা ঘটল দিল্লির লোধি কলোনিতে। ভোলেবাবার কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে এক শিশুর গলা কেটে খুন করল দুই যুবক। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই শিশুকে খুনের অভিযোগে বিজয় কুমার এবং অমন কুমার নামে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
খুনের পর মুক্তিপণ চেয়েছিল অপহরণকারী, বহরমপুরে অপহরণ করে খুনের ঘটনায় ধৃত ১
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ২ যুবক বিহারের বাসিন্দা। তারা দিল্লির লোধি কলোনিতে সিআরপিএফের হেডকোয়ার্টার নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিল। তারা দুজনে সিমেন্ট কাটারের কাজ করত। শিশুর বাবাও ওই নির্মীয়মান হেড কোযার্টারের শ্রমিক ছিলেন। ফলে ওই শিশু তাদের পূর্ব পরিচিত ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ওই শিশু তার বাবার কাছে যাচ্ছিল। সেই সময় তাকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় বিজয় এবং অমন। শিশুটিও সরল মনে বিশ্বাস করে তাদের সঙ্গে চলে যায়। এরপরে হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে দুজনে মিলে শিশুটির গলা কেটে খুন করে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, দুই যুবকই মদ্যপ অবস্থায় ছিল। শিশুর চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। তারা সেখানে গিয়ে দেখেন ওই দুই যুবক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। তবে স্থানীয়রা যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে শিশুর মৃত্যু হয়। প্রথমে স্থানীয়রা ২ যুবককে মারধর করেন। এর পরে তাদের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে ধৃতরা জেরায় স্বীকার করেছে তারা ভোলেবাবার স্বপ্নাদেশ পেয়ে নাকি এরকম কাণ্ড ঘটিয়েছে। ২ যুবককে আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবার এবং স্থানীয়রা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।