বাংলা নিউজ > ঘরে বাইরে > CU Chayan Portal: বিশ্ববিদ্যালয়ে চাকরি খুঁজছেন? UGC চালু করল বিশেষ পোর্টাল, আবেদন করে ফেলুন

CU Chayan Portal: বিশ্ববিদ্যালয়ে চাকরি খুঁজছেন? UGC চালু করল বিশেষ পোর্টাল, আবেদন করে ফেলুন

এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগের জন্য নিয়োগ সংক্রান্ত পোর্টাল চালু করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, এই পোর্টাল একটি সিঙ্গল প্লাটফর্ম হিসাবে কাজ করবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা কাজ খুঁজছেন তাঁরা এই পোর্টালে খোঁজ করলেই পারবেন। এখানে তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগের জন্য নিয়োগ সংক্রান্ত পোর্টাল চালু করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। চেয়ারম্যান জগদেশ কুমার একথা জানিয়েছেন। এই পোর্টালে সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য় মিলবে। মূলত কোথায় কতগুলি শূন্য়পদ রয়েছে তা সম্পর্কে তথ্য় মিলবে।

ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, এই পোর্টাল একটি সিঙ্গল প্লাটফর্ম হিসাবে কাজ করবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা কাজ খুঁজছেন তাঁরা এই পোর্টালে খোঁজ করলেই পারবেন। এখানে তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর সেখানে তাঁদের জন্য ব্যক্তিগত ড্য়াশবোর্ড তৈরি করতে পারবেন। রিয়েল টাইমে তাঁরা তাদের আবেদনের কী পরিস্থিতি সেটা জানতে পারবেন। তাঁরা তাঁদের আবেদন আপডেট করতে পারবেন। এরপর যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শূন্য পদ থাকবে সেখানে তিনি ওই পোর্টালের মাধ্যমেই আবেদন পাঠাতে পারবেন। অন্যদিকে কোথাও যদি বিশ্ববিদ্যালয়ে শূন্যপদ থাকে তবে সেই সংক্রান্ত খবর তার কাছে আপনা থেকেই সংশ্লিষ্ট কর্মপ্রার্থীর ইমেলে চলে যাবে।

অন্যদিকে আবেদনের কী পরিস্থিতি সেটা সম্পর্কেও জানা যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্ক্রিনিং কমিটিও এই আবেদনপত্রগুলির উপর নজর রাখতে পারবে। যে আবেদনপত্রগুলি আপডেট করা হচ্ছে সেগুলির উপরেও নজর রাখা হবে। স্ক্রিনিং কমিটির বিভিন্ন পয়েন্ট ও মন্তব্যগুলিও রেকর্ড করা থাকবে এই পোর্টালে।

ইউজিসির চেয়ারপার্সন জানিয়েছেন, সিইউ-চয়ন পোর্টাল( CU-Chayan Portal) এর ব্যাকএন্ড ডেটাকে পর্যালোচনা করা হবে। সেখানে দেখা হবে কতজনের নিয়োগ আদৌ হল। নিয়ম অনুসারে সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে কি না। এই পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার Fast track পদ্ধতি ব্যবহার করা হবে।

বর্তমানে ৪৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই নিয়োগ প্রক্রিয়াকে তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে পরিচালিত করে। তাদের নিজস্ব ওয়েবসাইটে ও খবর কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের শূন্যস্থান সম্পর্কে জানান।

ইউজিসি চেয়ারপার্সন জানিয়েছেন, ইতিমধ্যে যে শূন্যস্থানগুলির জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্য়ালয় তাদের পদ পূরণের জন্য বিজ্ঞাপন দিয়ে ফেলেছে তারা পোর্টাল ছাড়াই এবারের মতো কাজ করতে পারে। তবে আগামী দিনে সমস্ত নিয়োগ CU Chayan Portal এর মাধ্যমে করতে হবে।

 

বন্ধ করুন