বাংলা নিউজ > ঘরে বাইরে > UGC NET Examination 2022: ইউজিসি নেট-এর ৯ জুলাইয়ের পরীক্ষা স্থগিত! নোটিফিকেশন কী বলছে?

UGC NET Examination 2022: ইউজিসি নেট-এর ৯ জুলাইয়ের পরীক্ষা স্থগিত! নোটিফিকেশন কী বলছে?

UGC-NET 2022: স্থগিত হল ইউজিসি নেট পরীক্ষার ৯ জুলাইয়ের পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

পরবর্তী পরীক্ষার তারিখ কবে হতে চলেছে তা খুব শিগগিরিই জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। উল্লেখ্য, নেট পরীক্ষার ক্ষেত্রে তেলুগু বিষয়ের কোড ২৭, আর মারাঠি বিষয়ের কোড ৩৮। এই দুই বিষয়ের পরীক্ষার তারিখ কবে উঠে আসবে তা জানতে সাইটে সময়ে সময়ে নজর রাখার কথা বলা হয়েছে পরীক্ষার্থীদের।

স্থগিত হয়ে গেল ৯ জুলাই হতে চলা ইউজিসি নেটের পরীক্ষা। এই দিনে দুটি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার ৯ জুলাই মারাঠি ও তেলুগুর ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। উল্লেখ্য, এই ভাষার পরীক্ষা পরবর্তী কোন তারিখে হবে, তা nta.ac.in ওয়েবসাইটে জানানো হবে বলে খবর।

জানা গিয়েছে, ৯ তারিখ তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সরকারি পরীক্ষা ৯ জুলাই রয়েছে। ফলে সেই একই দিনে আরও একটি পরীক্ষা হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, কিছু প্রশাসনিক কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী পরীক্ষার তারিখ কবে হতে চলেছে তা খুব শিগগিরিই জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। উল্লেখ্য, নেট পরীক্ষার ক্ষেত্রে তেলুগু বিষয়ের কোড ২৭, আর মারাঠি বিষয়ের কোড ৩৮। এই দুই বিষয়ের পরীক্ষার তারিখ কবে উঠে আসবে তা জানতে সাইটে সময়ে সময়ে নজর রাখার কথা বলা হয়েছে পরীক্ষার্থীদের। বাড়িতে অশান্তি লেগেই থাকে? পাপোশটি ঠিক জায়গায় রাখছেন তো! জানুন বাস্তুটিপস

প্রসঙ্গত, ৯ জুলাইয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড এনটিএর তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ফরে এই তারিখে যাঁরা পরীক্ষার্থী ছিলেন , তাঁদের নতুন করে অ্যাডমিট কার্ডও তুলে নিতে হবে। প্রসঙ্গত জুলাই মাসে ৯, ১১,১২ আর অগাস্ট মাসের ১২, ১৩, ১৪ তারিখে পরীক্ষাগুলি হওয়ার কথা রয়েছে। তার মধ্যে ৯ জুলাইয়ের পরীক্ষা স্থগিত রাখা হল। 

 

 

 

 

 

বন্ধ করুন