সতর্ক থাকা প্রয়োজন বলে জানিয়েছে UIDAI। তারা জানিয়েছে, কোনও বিশ্বস্ত কাউকে আধার কার্ড প্রদানের সময়ে কিছু ন্যূনতম সাবধানতা প্রয়োজন।
1/6 যেখানে খুশি আধার ব্যবহার করুন। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, PAN বা পাসপোর্ট-সহ অন্য গুরুত্বপূর্ণ নথিগুলির মতো ন্যূনতম নিরাপত্তা বিধি মেনে চলুন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানাল UIDAI। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/6
নয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আধার ভারতের নাগরিকদের ডিজিটাল আইডি এটি সমগ্র দেশবাসীর অনলাইন এবং অফলাইন পরিচয় যাচাইকরণের প্রধান মাধ্যম। কেউ যে কোনও যাচাইকরণ প্রক্রিয়ায় এটি ব্যবহার করতে পারেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
(PTI)
3/6তবে এক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন বলে জানিয়েছে UIDAI। তারা জানিয়েছে, কোনও বিশ্বস্ত কাউকে আধার কার্ড প্রদানের সময়ে কিছু ন্যূনতম সাবধানতা প্রয়োজন। ঠিক যেমনটা সকলে মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা পাসপোর্ট, ভোটার আইডি, প্যান, রেশন কার্ড ইত্যাদির মতো অন্য নথির ক্ষেত্রেই করে থাকেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/6UIDAI জানিয়েছে, আধার কার্ড প্রদানের আগে, যেখানে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য সম্পর্কে অবশ্যই নিশ্চিত থাকা উচিত্। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/6ধরুন আপনি কারও সঙ্গে আধার নম্বর শেয়ার করতে চান না। সেক্ষেত্রে UIDAI-এর ভার্চুয়াল আইডেন্টিফায়ার (VId)-এরও ব্যবস্থা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট বা 'মাই আধার' পোর্টালের মাধ্যমে যে কেউ সহজেই VId তৈরি করতে পারবেন। আধার নম্বরের জায়গায় যাচাইকরণের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এই ভিআইডি এক ক্যালেন্ডার দিবস কেটে গেলে বদল করাও সম্ভব। ফাইল ছবি : পিটিআই (PTI)
6/6আবার ধরুন আপনি দীর্ঘদিন আধার ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আধার লকিংয়েরও ব্যবস্থা রয়েছে। রয়েছে বায়োমেট্রিক লকিংয়ের সুবিধাও। পরে যখন আবার আধার দরকার, আনলক করে নেওয়া যাবে। আপনার অজান্তে জালিয়াতি হওয়ার ভয় থাকলে এটি অবলম্বন করা যেতে পারে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)