Aadhaar নিয়ে সতর্ক থাকুন! প্রয়োজনে বায়োমেট্রিকস লক রাখুন অপব্যবহার রুখতে
Updated: 31 Dec 2022, 01:23 PM ISTসতর্ক থাকা প্রয়োজন বলে জানিয়েছে UIDAI। তারা জানিয়েছে, কোনও বিশ্বস্ত কাউকে আধার কার্ড প্রদানের সময়ে কিছু ন্যূনতম সাবধানতা প্রয়োজন।
নয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আধার ভারতের নাগরিকদের ডিজিটাল আইডি এটি সমগ্র দেশবাসীর অনলাইন এবং অফলাইন পরিচয় যাচাইকরণের প্রধান মাধ্যম। কেউ যে কোনও যাচাইকরণ প্রক্রিয়ায় এটি ব্যবহার করতে পারেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি