বাংলা নিউজ > ঘরে বাইরে > এই তারিখের আগে আধার কার্ড পেয়েছেন? তাহলে এখনই এই কাজ করার সুপারিশ UIDAI-র

এই তারিখের আগে আধার কার্ড পেয়েছেন? তাহলে এখনই এই কাজ করার সুপারিশ UIDAI-র

শনিবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এক বিবৃতিতে, এমন আধার কার্ডধারীদের আপডেট করার সুপারিশ করেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) ডেটাবেসের তথ্য নির্ভুল রাখার স্বার্থে নথি আপডেট করতে বলা হয়েছে।