শনিবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এক বিবৃতিতে, এমন আধার কার্ডধারীদের আপডেট করার সুপারিশ করেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) ডেটাবেসের তথ্য নির্ভুল রাখার স্বার্থে নথি আপডেট করতে বলা হয়েছে।
1/5আপনার আধার কার্ড কি দশ বছর আগে ইস্যু করা হয়েছিল? তারপর থেকে একবারও আপডেট করা হয়নি? সেক্ষেত্রে এই খবরটি আপনার জন্য। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
2/5 শনিবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এক বিবৃতিতে, এমন আধার কার্ডধারীদের আপডেট করার সুপারিশ করেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) ডেটাবেসের তথ্য নির্ভুল রাখার স্বার্থে নথি আপডেট করতে বলা হয়েছে। । (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
3/5অনলাইনে myAadhaar পোর্টালের মাধ্যমে, অথবা অফলাইনে নিকটতম আধার কেন্দ্রে গিয়ে পরিচয় এবং ঠিকানার প্রমাণের মাধ্যমে আধার আপডেট করতে পারবেন। গত এক দশকে, আধার কার্ডের ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। ফলে সময় থাকতে এই আপডেটের কাজ সেরে ফেলাই শ্রেয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
4/5প্রায় ১,১০০-রও বেশি সরকারি স্কিমে আধার সনাক্তকরণ ব্যবহার করা হয়। এছাড়াও, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাঙ্ক, NBFC ইত্যাদি স্থানে আধার ব্যবহার করা হচ্ছে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5 নয়া আপডেটেড আধারে আপনার সম্পূর্ণ জন্মতারিখ থাকবে। এছাড়া, অনেকের কাছেই দশ বছর আগের ফোন নম্বর আর নেই। তাঁদের নন্বর আপডেট করে নেওয়া দরকার। অন্যথায় OTP, SMS নোটিফিকেশন পেতে সমস্যা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)