বাংলা নিউজ > ঘরে বাইরে > অবৈধ অভিবাসন নিয়ে কড়া সুনাক, ওদিকে ভিসা নীতির জন্য UK-তে কমছে বিদেশি পড়ুয়া

অবৈধ অভিবাসন নিয়ে কড়া সুনাক, ওদিকে ভিসা নীতির জন্য UK-তে কমছে বিদেশি পড়ুয়া

ফাইল ছবি: এএফপি (AFP)

ব্রিটেনের শিক্ষা দফতরের মতে, সেদেশে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পড়ুয়া ভর্তি লক্ষণীয় হারে হ্রাস পেয়েছে। এই পতনের জন্য ভিসা নিয়মে প্রস্তাবিত বদলগুলিকেই দায়ী করছেন শিক্ষা দফতরের বিশেষজ্ঞরা। নয়া নিয়মের ফলে অনিশ্চয়তা বাড়ছে বলে উল্লেখ করা হচ্ছে।

বিদেশি পড়ুয়ার সংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বিগ্ন ব্রিটেন। ভিসা নিয়ম পরিবর্তনে তাই নারাজ সেদেশের শিক্ষা মন্ত্রক। এদিকে চ্যান্সেলর ঋষি সুনাকের নেতৃত্বাধীন সরকার দেশে অবৈধ অভিবাসন রোধের প্রচেষ্টা বাস্তবায়নের প্রক্রিয়াধীন। ফলে এই দুইয়ের মাঝে সঠিক উপায় খোঁজাটাই এখন ব্রিটেনের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

ব্রিটেনের শিক্ষা দফতরের মতে, সেদেশে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পড়ুয়া ভর্তি লক্ষণীয় হারে হ্রাস পেয়েছে। এই পতনের জন্য ভিসা নিয়মে প্রস্তাবিত বদলগুলিকেই দায়ী করছেন শিক্ষা দফতরের বিশেষজ্ঞরা। নয়া নিয়মের ফলে অনিশ্চয়তা বাড়ছে বলে উল্লেখ করা হচ্ছে। আর সেই কারণেই ব্রিটেনে পড়তে আসার ক্ষেত্রে আবেদন করতে ভয় পাচ্ছেন বিদেশি পড়ুয়ারা। 

এই ভিন দেশ থেকে আগত পড়ুয়ারা ব্রিটেনের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি করে এই পড়ুয়ারা। আর সেই কারণেই চিন্তিত শিক্ষাবিদরা।

বিদেশের থেকে আগত পড়ুয়ারা শুধুমাত্র রাজস্বে অবদান রাখেন, তাই নয়। বরং স্থানীয় ব্যবসা, পর্যটন ইত্যাদি খাতেরও বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিদেশি পড়ুয়াদের উপস্থিতি দেশে একটি বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। এর ফলে দেশের পড়ুয়াদেরই সামগ্রিক শিক্ষার অভিজ্ঞতা আরও সমৃদ্ধশালী হয়। এই বৃহত্তর বিষয়গুলি মাথায় রেখে শিক্ষা বিভাগ সরকারকে প্রস্তাবিত ভিসা নিয়মের পরিবর্তনগুলি পুনর্বিবেচনা করার আবেদন করেছে। বিদেশি শিক্ষার্থীদের প্রতি আরও সংবেদনশীল হওয়ার জন্য অনুরোধ করেছে শিক্ষা দফতর।

এদিকে ঋষি সুনাক সরকার বর্তমানে অবৈধ অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় উঠে-পড়ে লেগেছে। সরকার অবৈধ উপায়ে ব্রিটেনে প্রবেশকারীদের রোধে পদক্ষেপ নিয়েছে। ঋষি সুনাকের প্রতিশ্রুতি মাফিকই কাজ হচ্ছে। ঋষি সুনাক স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যারা বেআইনিভাবে দেশে আসবে, তাদের কঠোর পরিণতি হবে।

তবে একই সঙ্গে যারা সঠিক পদ্ধতিতে অনুসরণ করে তাদের স্বাগত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বৈধ উপায়ে আগত ছাত্র এবং দক্ষ কর্মীদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না, বরং সহযোগিতা করা হবে বলে জানিয়েছে সুনাক সরকার।

শিক্ষা দফতরের এই বার্তা এবং এবং সুনাকের অবৈধ অভিবাসন রোধের প্রচেষ্টার মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন ব্রিটেন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে চলেছে। শিক্ষা ও গবেষণার জন্য ব্রিটেনের সুনাম রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মত শিক্ষাবিদদের। পাশাপাশি অভিবাসন প্রক্রিয়ার নিরাপত্তা ও বৈধতা নিশ্চিত করাও ব্রিটেনের নিজের স্বার্থের জন্য অপরিহার্য। আরও পড়ুন: 'অঙ্ক না পারলেও ক্ষতি নেই,' এই মানসিকতা রাখা চলবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাক সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস 'জল ভেবে আন্দোলনের আগুনে কেরোসিন ঢেলে দিয়েছেন… সবের মূলে মমতা,' লিখলেন অমিত লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.