বাংলা নিউজ > ঘরে বাইরে > 1.5 lakh salary for smelling poo: মলের গন্ধ কেমন? শুঁকে বলার জন্য কর্মী নিচ্ছে এই সংস্থা! মাসে বেতন ১.৪৮ লাখ টাকা

1.5 lakh salary for smelling poo: মলের গন্ধ কেমন? শুঁকে বলার জন্য কর্মী নিচ্ছে এই সংস্থা! মাসে বেতন ১.৪৮ লাখ টাকা

মলের গন্ধ কেমন? শুঁকে বলার জন্য কর্মী নিচ্ছে এই সংস্থা! বেতন ১.৪৮ লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

1.5 lakh salary for smelling poo: রিপোর্ট অনুযায়ী, মলের গন্ধ শুঁকে কাজ পাওয়ার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে ব্রিটেনের সংস্থা 'ফিল কমপ্লিট'। পাঁচজনের প্রশিক্ষণের জন্য যে শেষপর্যন্ত দায়িত্ব পাবেন, তাঁর মাসিক বেতন হবে ১.৪৮ লাখ টাকা।

মল শুঁকতে হবে। সেজন্য মাসে বেতন মিলবে ১.৪৮ লাখ টাকা। এমনই উদ্ভট কাজের জন্য লোক খুঁজছে ব্রিটেনের একটি পুষ্টি সংস্থা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির হবে। ওই প্রশিক্ষণের ভিত্তিতে চূড়ান্ত একজনকে বেছে নেওয়া হবে। যিনি বিশ্বের প্রথম ব্যক্তি হবেন, যিনি কিনা মল শুঁকে অর্থ উপার্জন করবেন। যে কাজের বর্ণনা শুনে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

নিউজ১৮-র প্রতিবেদন অনুযায়ী, মলের গন্ধ শুঁকে কাজ পাওয়ার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে ব্রিটেনের সংস্থা 'ফিল কমপ্লিট'। প্রাথমিকভাবে ওই প্রশিক্ষণের জন্য পাঁচজনের সন্ধান চালানো হচ্ছে। যে প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন করা যাবে বলে ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে। সেইসঙ্গে ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ওই প্রশিক্ষণের শেষে 'সঠিক নাক' থাকা একজনকে ওই চাকরি দেওয়া হবে। তাঁর বেতন হবে ১,৫০০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লাখ টাকা)।

আরও পড়ুন: যৌবন ধরে রাখতে মল-মূত্র খাবেন! কিন্তু কার? কিম কার্দাশিয়ানের দাবিতে হতবাক সবাই

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেস বিজ্ঞপ্তিতে ওই সংস্থার সিইও অ্যারন প্রভিডেন্স জানিয়েছেন যে মল বিশেষজ্ঞ হয়ত সকলে হতে চান না। ওই কাজ করার বিষয়টি কারও অগ্রাধিকারের তালিকায় নেই। কিন্তু বিশ্বের প্রথম 'Poommelier' (যিনি মল শুঁকবেন) হবেন। সেই কাজের মাধ্যমে হজমজনিত স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে মানুষ আরও সচেতন হবেন বলে ওই বিবৃতিতে দাবি করেছেন সিইও।

আরও পড়ুন: Satellite images detected poo: স্যাটেলাইটে ধরা পড়ল বিষ্ঠার ছবি! তাই দেখে কাদের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

রিপোর্ট অনুযায়ী, যে ব্যক্তিকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে, তাঁকে ব্রিটেনে ওই সংস্থার প্রথম 'Poommelier' হিসেবে নিযুক্ত করা হবে। মল সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। মলের আকৃতি, রং, গন্ধের ভিত্তিতে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায় বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন