বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে বিজয় মালিয়ার আর্জি খারিজ ব্রিটিশ আদালতের
ভারতে প্রত্যপর্ণের বিরুদ্ধে আর্জি জানিয়েছিলেন বিজয় মালিয়া। তা খারিজ করে দিল ইংল্যান্ড ও ওয়েলসের হাইকোর্ট। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলের কাছে যাবে।
একাধিক ভারতীয় ব্যাঙ্কের ৯,০০০ কোটি টাকা ঋণ প্রতারণা মামলায় নাম জড়ানোর পর থেকে দেশছাড়া ৬৪ বছরের মালিয়া। ২০১৬ সালের মার্চে তিনি ব্রিটেনে গিয়েছিলেন ও পরের বছর এপ্রিলে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
তাঁকে দেশে ফেরানোর জন্য অনেকদিন ধরেই মামলা চলছে। ২০১৮ সালে সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ এম্মা আর্বুথনট রায় দিয়েছিলেন, ভারতের আদালতে তাঁর উত্তর দেওয়ার প্রয়োজন আছে ও তৎকালীন স্বরাষ্ট্র সচিবকে মালিয়ার প্রত্যপর্ণের সুপারিশ করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন মালিয়া। সেই আর্জিও খারিজ হয়ে গিয়েছিল।
পরবর্তী খবর