বাংলা নিউজ > ঘরে বাইরে > UK Royal Family: রাশিয়ার দূতাবাসের সঙ্গে ফারাক বাড়াচ্ছে ইউকের রাজ পরিবার! ইউক্রেন যুদ্ধের মাঝে চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে

UK Royal Family: রাশিয়ার দূতাবাসের সঙ্গে ফারাক বাড়াচ্ছে ইউকের রাজ পরিবার! ইউক্রেন যুদ্ধের মাঝে চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে

ইউকেতে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ রাজ পরিবারকে, বলে দাবি রিপোর্টের।

রাশিয়ার সম্রাট জার নিকোলাসের সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের সম্পর্ক ঘিরে ইতিহাসের পাতায় বহু তথ্যই উঠে আসে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, রোমানোভদের বাঁচাতে কি পারত সেকালের ব্রিটিশ রাজপরিবার? তবে সেই অধ্যায়কে ছাপিয়ে এই মুহূর্তে ব্রিটিশ রাজ পরিবার আরও এক যুদ্ধের মাঝে কূটনৈতিক সম্পর্কের জটাজালে পড়েছে। 

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে ব্রিটেন স্পষ্ট ভাবেই জানিয়েছে যে তারা ইউক্রেনের সমর্থনে রয়েছে। কার্যত কূটনৈতিক রাস্তা ধরে ইউরোপ সোচ্চার সমর্থন জানিয়েছে ইউক্রেনকে। এই পরিস্থিতিতে রাশিয়ার রণহুঙ্কারের মধ্যেই উঠে এসেছে এক অবাক করা খবর। সেখানে বলা হচ্ছে, ইউকের রাজ পরিবারের তরফে সেখানে অবস্থিত রাশিয়ার দূতাবাসের কারওর সঙ্গে যোগাযোগ না করার কথা বলা হয়েছে। এই তথ্য সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার সম্রাট জার নিকোলাসের সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের সম্পর্ক ঘিরে ইতিহাসের পাতায় বহু তথ্যই উঠে আসে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, রোমানোভদের বাঁচাতে কি পারত সেকালের ব্রিটিশ রাজপরিবার? তবে সেই অধ্যায়কে ছাপিয়ে এই মুহূর্তে ব্রিটিশ রাজ পরিবার আরও এক যুদ্ধের মাঝে কূটনৈতিক সম্পর্কের জটাজালে পড়েছে। এক রিপোর্টে দাবি করা হচ্ছে, রাজা তৃতীয় চার্লসকে পরামর্শ দেওয়া হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতাবাসের কারওর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য। ইউকেতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন রাশিয়ার এক সংবাদপত্রকে জানিয়েছেন, ‘আমি জানি রাজ পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ না রাখার বা বা নতুন করে সম্পর্ক তৈরি না করার।’ একই সঙ্গে তিনি পশ্চিমী দুনিয়াকে টার্গেট করে নিজের অবস্থান জানান। কটাক্ষের সুরে পশ্চিমী দুনিয়াকে তিনি বলেন, ‘এক দিনের প্রজাপতি।’

 ইউকেতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বলছেন, পশ্চিমী দুনিয়া শুধুই ‘নিজেদের রাজনৈতিক পয়েন্ট’ স্কোর করার চেষ্টায় রয়েছে। তিনি এও বলেন, যে পশ্চিমী দুনিয়া রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট নয়। কেলিনের মতে, পশ্চিমী দুনিয়া পরিস্থিতি না বুঝতে পারলে শেষমেশ ইউক্রেন একটি ব্যর্থতার নামান্তর হয়ে উঠবে। উল্লেখ্য, ব্যবসায়িক ক্ষেত্রেও যে ব্রিটেনের রাজ পরিবারের বিষয়টি প্রভাব ফেলবে তাও উল্লেখ করেন আন্দ্রেই কেলিন। তিনি বলেন, রাশিয়ার বিখ্যাত ব্যবসায়ী পরিবার ওলিগার্খরাও চাননা লন্ডনে আর ব্যবসা করতে। লন্ডন রাশিয়ার ব্যবসায়ীদের কাছে আর নিরাপদ নয় বলেও উল্লেখ করেছেন আন্দ্রেই কেলিন।

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.