বাংলা নিউজ > ঘরে বাইরে > UK royal family rift: ব্রিটিশ রাজ পরিবারে কর্তৃত্বের সংঘাতে কেট ও ক্যামেলিয়া? অন্দরমহল নিয়ে জল্পনা তুঙ্গে

UK royal family rift: ব্রিটিশ রাজ পরিবারে কর্তৃত্বের সংঘাতে কেট ও ক্যামেলিয়া? অন্দরমহল নিয়ে জল্পনা তুঙ্গে

ব্রিটিশ রাজ পরিবারে দ্বন্দ্ব!

রাজ পরিবারের অন্দরমহলের জনৈক ব্যক্তি বলছেন, ‘রানি এলিজাবেথের মৃত্যুর পর ক্যামেলিয়া ছড়ি ঘোরাতে চাইছেন, বোঝাতে চাইছেন আসলে এই পরিবারে কর্ত্রী কে! ’ সেই ব্যক্তিই বলছেন, ‘কেট ভীষণভাবে বিরক্ত হচ্ছেন ক্যামেলিয়াকে নিয়ে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজ মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস। এলিজাবেথ পুত্রের সঙ্গে তাঁর পুত্রবধূ কেট মিডলটনের সম্পর্ক যে খুব একটা ভালো নেই তা বিভিন্ন সূত্র ধরে তো সামনে এসেইছে। এমনকি কেটি নিকোলের লেখা ‘দ্য নিউ রয়্যালস’ বইটিতেও তার উল্লেখ রয়েছে। এবার খবর চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামেলিয়ার সঙ্গে চার্লস ও ডায়ানার পুত্র উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের সম্পর্কের খতিয়ান নিয়ে।

‘ডেইলি এক্সপ্রেস’ এর খবর অনুযায়ী, রাজ পরিবারের সাম্প্রতিক বহু অনুষ্ঠানে এই দুজনকে একসঙ্গে দেখা যায়নি। প্রতিবেদনে বলা হচ্ছে, দুজনেই উইনডসর ক্যাসেলে ব্যাপক বাক বিতণ্ডার শিকার হয়েছেন। রাজ পরিবারের অন্দরমহলের জনৈক ব্যক্তি বলছেন, ‘রানি এলিজাবেথের মৃত্যুর পর ক্যামেলিয়া ছড়ি ঘোরাতে চাইছেন, বোঝাতে চাইছেন আসলে এই পরিবারে কর্ত্রী কে! ’ সেই ব্যক্তিই বলছেন, ‘কেট ভীষণভাবে বিরক্ত হচ্ছেন ক্যামেলিয়াকে নিয়ে। তাঁর মতে ক্যামেলিয়া নিজের রাজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আর এই পদের যোগ্য নন তিনি। ’ ব্রিটিশ রাজ ঘরানায় কুইন কনসর্ট হয়ে যাওয়ার পর থেকে ক্যামেলিয়া ভীষণভাবে লড়াইয়ের মধ্যে রয়েছে। রাজ পরিবারের অন্দরের ফিসফাস বলছে, কেট নিজের দায়িত্ব বলার আগেই পালন করে বুঝিয় দেন যে তিনি এই পরিবারের কতটা যোগ্য, তবে তার ধারে কাছে না গিয়ে কর্তৃত্ব ফলাবার চেষ্টায় থাকেন ক্যামেলিয়া। যা থেকেই বিবাদের শুরু।

এদিকে, ক্যামেলিয়ার আগে তৃতীয় চার্লসের সঙ্গে বিয়ে হয় ডায়ানা স্পেনসারের। রাজ পরিবারের নানান টানাপোড়েনের কথা সেই সময় উঠে আসে। এরপর উইলিয়াম ও হ্যারির জন্ম হয়। ততদিনে চার্লসের সঙ্গে ক্যামেলিয়ার সম্পর্ক প্রকাশ্যে আসতে থাকে। শেষে ডায়ানা ও চার্লস বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। পরবর্তীকালে এক পথ দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু হয়। যার পর থেকে পরিবারের তিক্ততার নানান খবর বেরিয়ে আসে। ২০০৫ সালে ক্যামেলিয়াকে বিয়ে করেন চার্লস। ততদিনে চার্লসের তকমা রাজপুত্র হিসাবে। এরপর কালের গতিতে এগিয়ে যায় সময়। পরবর্তীকালে উইলিয়ামের স্ত্রী ক্যাটের সঙ্গে চার্লসের স্ত্রী ক্যামেলিয়ার সংঘাত চরমে ওঠে।  

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল একের পর এক 'ফোল্ডার', সত্যি সন্দীপের ল্যাপটপ থেকে মিলেছে নাকি 'ওসব'? সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল সবাই চলে গেলেও বাবা-হারা মালাইকার পাশে অর্জুন, গাড়িতে উঠিয়ে দেন পুরনো বান্ধবীকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.