বাংলা নিউজ > ঘরে বাইরে > 'সারারাত বোমার শব্দ!' ইউক্রেনের প্রেম ও পোষ্যকে নিয়ে ভারতে ফিরলেন অন্বেষ

'সারারাত বোমার শব্দ!' ইউক্রেনের প্রেম ও পোষ্যকে নিয়ে ভারতে ফিরলেন অন্বেষ

ছবি : টুইটার (Twitter)

আপাতত ভারতে ফিরে যাওয়াই ভাল। ভারতীয় দূতাবাসের পরামর্শ পেয়ে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন অন্বেষ উপাধ্যায়। অন্বেষ ইউক্রেনের কিয়েভের ৮ নং হাসপাতালের চিকিত্সক। গত ১০ বছর ধরে কিয়েভেই ঘরবাড়ি তাঁর। সেদেশেই খুঁজে পেয়েছেন প্রিয়তমাকে। সেখান থেকে সবকিছু ছেড়ে ফিরে আসা?

অগত্যা পদত্যাগ করেন তিনি। ২২ ফেব্রুয়ারি তাঁর পদত্যাগ গৃহীত হয়। ঠিক হয় ৩ মার্চের বিমানে ভারতে ফিরবেন। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। ৩ মার্চের উড়ান বাতিল হয়ে যায়। প্রেমিকা ভিক্টোরিয়া ইভানোভাকে ছেড়ে আসার কথাও ভাবতে পারেননি অন্বেষ। ভিক্টোরিয়ার হাত ধরেই ইউক্রেন থেকে পালানোর রাস্তা ধরেন। বহু কষ্ট করে অবশেষে ভুবনেশ্বরে এসেছেন দু'জনে। কেমন ছিল সেই যাত্রা? শুনুন অন্বেষের মুখেই :

২৪ ফেব্রুয়ারি

ভোর ৪টে। ভুবনেশ্বর থেকে আমার বাবার (ভুবনেশ্বরে) একটি টেক্সট আসল। নোটিফিকেশনের আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখলাম, বাবা জানিয়েছেন, ইউক্রেন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আমায় জিজ্ঞেস করেছেন যে, আমি এয়ারলাইন থেকে কোনও নোটিশ পেয়েছি কিনা।

ভোররাত। ঘুম চোখে পুরো বিষয়টা তখনও ঠাওহর করে উঠতে পারছি না। ঠিক সেই সময়েই, ভয়ানক একটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কিয়েভ। বিছানায় বসেই কোনওমতে রিপ্লাই দিলাম, 'আমি আপনাকে পরে কল করব।'

সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। এলাকার সবাই ঘরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল।

যুদ্ধ শুরু হয়েছে জানতাম। প্রথমেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমি তখন আমার বাগদত্তাকে তাঁর নিজের শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম। ওর বাড়ি কিয়েভ থেকে প্রায় আড়াই ঘণ্টা দূরে। কিন্তু কোনও গাড়ি পাইনি। আমার নিজের গাড়িও বিক্রি করে দিয়েছি। ফলে আপাতত থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম।

২৫-২৭ ফেব্রুয়ারি

কার্ফু ঘোষণা করা হল। ফলে ঘর থেকে আর বের হইনি। ভাগ্যক্রমে, খাবারদাবার আগেই অনেকটা এনে রেখেছিলাম। আক্রমণের শব্দ হত নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে — রাত ১-২টো থেকে ভোর ৫-৬টা পর্যন্ত। তখনই শুনতে পেতাম বিস্ফোরণ, গুলির শব্দ, আলোর ঝলকানি এবং উপরে উড়ন্ত বিমানের শব্দ।

আমি যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে একটি বাঙ্কারের মতো বেসমেন্ট ছিল। একবার সেখানে গিয়েছিলাম, ২৫ তারিখ সকালে। এরপর আমরা বেশিরভাগ সময়ে ফ্ল্যাটেই থাকতাম। সাইরেন বাজলে তখন করিডোরে বা মাঝে মাঝে বাথরুমে বসে থাকতাম। ২৫ এবং ২৬ তারিখে সারাদিন প্রায় ৮-৯ বার সাইরেন বেজেছিল।

ভারতীয় দূতাবাস আমাদের সরিয়ে নিয়ে যেতে পারত। তবে একটা সমস্যা ছিল। আমার বাগদত্তা ইউক্রেনীয়। ফলে অন্য রাস্তা বাছতে হল। স্থানীয়দের সঙ্গে আলোচনা করলাম। লম্বা রাস্তা নিজেদের ভরসাতেই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলাম।

২৮ ফেব্রুয়ারি

কার্ফু তুলে নেওয়া হল। সেদিন সকালেই আমরা পশ্চিমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোন বর্ডার, কোথা থেকে পারাপার হবে সে বিষয়ে আমাদের কোনও পরিকল্পনা ছিল না। আমরা শুধু একটাই জিনিস জানতাম। আমাদের যে করে হোক, প্রথমে লভিভে যেতে হবে। লভিভে আমি আগেও গিয়েছি। ওখানে আমি দাবার টুর্নামেন্টের জন্য অনেকবার গিয়েছিলাম। তাই রাস্তাও চেনা। ওখানে বন্ধুবান্ধবও ছিল। তবে এই পরিস্থিতিতে সেই চেনা রাস্তায় যাওয়াটাও ছিল দুঃস্বপ্নের মতো।

ছবি : টুইটার
ছবি : টুইটার (Twitter)

সকালে প্রথমে কিয়েভ স্টেশনে গেলাম। ট্রেনে ওঠার জন্য প্রচুর ভিড় ছিল। বয়স্ক, মহিলা এবং শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। আমি ভিক্টোরিয়াকে বললাম, 'তুমি চলে যাও। আমি পরে ঠিক চলে আসব।' কিন্তু ও আমাকে ছেড়ে যেতে চাইল না। বলল দেরি হোক, একসঙ্গেই যাব। তখনকার মতো আমরা বাড়ি ফিরে এলাম। আমার বাড়ি স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। আমরা আবার সন্ধ্যায় রওনা দিলাম। সৌভাগ্যবশত, একটি ট্রেন পেয়ে গেলাম। বিকেল ৫টায় ট্রেন ছাড়ল।

১-২ মার্চ

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আমরা লভিভে পৌঁছলাম। ওখানে কোনও গুলি বা বিস্ফোরণের শব্দ ছিল না। হোটেল রুমে কিছুটা বিশ্রামের পর আমি বাইরে গিয়ে কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম। দেশ থেকে বেরিয়ে যাওয়ার বিভিন্ন উপায় ছিল। কিন্তু আমায় প্রধান রুটগুলি না নেওয়ার পরামর্শ দেওয়া হল। কারণ সেগুলি তখন জ্যামে ঠাসা ছিল। কোথায় ভিড় কম তা দেখার জন্য আমি গুগল ম্যাপ চেক করলাম। আমার কাছে দুটি মাত্র অপশন ছিল- স্লোভাকিয়া এবং পোল্যান্ড রুট। পোল্যান্ডের রুটটাই কাছাকাছি ছিল। পোল্যান্ডের সীমান্তটি Lviv থেকে দুই ঘণ্টার পথ ছিল, প্রায় ৭০ কিমি।

কার্ফু প্রতি রাতে ১০ টায় শুরু হত। এক চেনা ট্যাক্সিচালক ছিলেন। তাঁর গাড়িতেই রাত ৮টায় আমরা লভিভ ছাড়ি।

সেখান থেকে আমরা পোলিশ সীমান্তের নিকটতম গ্রাম উহরিনিবে পৌঁছলাম। সেখানে ভিড় অনেকটাই কম ছিল। জনা ২০ লোক ছিলেন। বেশিরভাগই ইউক্রেনীয়। পায়ে হেঁটে সীমান্ত পার হতে আমরা তাঁদের সঙ্গে যোগ দিলাম। পোলিশ কর্তৃপক্ষ আমার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করল। রাত ১১টা ২০-র দিকে সীমান্তে পৌঁছালাম। ১১টা ৩৫ মিনিট নাগাদ পোল্যান্ডে ঢুকে গেলাম। সীমান্ত থেকে আমরা চেলম (প্রায় ২৫ কিমি) নামের একটি ছোটো শহরে চলে গেলাম। সেখান থেকে ওয়ারশ (প্রায় ২৫০ কিলোমিটার) যাওয়ার জন্য একটা ট্রেন নিলাম। পুরোটাই পোলিশ কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিয়েছিল। ২ তারিখ আমরা ওয়ারশ পৌঁছলাম।

৩-৭ মার্চ

ওয়ারশ থেকে সঙ্গে সঙ্গে ভারতের বিমান ধরা যেত। কিন্তু ভিক্টোরিয়ার ইন্ডিয়ান ভিসা আসেনি তখনও। তারই অপেক্ষা করছিলাম। আমাদের সঙ্গে আমাদের পোষা বিড়ালটাও ছিল। ওয়ারশে ভারতীয় দূতাবাসে গেলাম। কিন্তু আধিকারিকরা সবাই সীমান্তে উদ্ধারের অভিযানে ব্যস্ত। ৪ তারিখে অনলাইনে ভিসার জন্য আবেদন করেছিলাম। ৫ তারিখ রাতেই ভিসা পেয়ে গেলাম। পরের দু'দিন কাগজপত্র সব গুছিয়ে নিলাম। ওয়ারশ ভিক্টোরিয়ার খুড়তুতো বোনের বাড়ি। তার কাছে পোষা বিড়ালটা রেখে এলাম।

৮-৯ মার্চ

আমরা ৮ তারিখে ওয়ারশ থেকে বিমানে চড়লাম। জুরিখ হয়ে নয়াদিল্লি পৌঁছলাম। তারপর সোজা ভুবনেশ্বর। অবশেষে বাড়ি পৌঁছলাম। বাড়ি ঢুকে যে কী শান্তি, বলে বোঝাতে পারব না। আমার বাবা-মা এবং পরিবারের সকলে মনে হয় আরও বেশি শান্তি পেলেন। আমার চেয়েও ওঁরা বেশি চিন্তিত ছিলেন।

এবার হয় তো আমাদের ভারতেই নতুন করে জীবনটা শুরু করতে হবে। কিন্তু এমন পরিস্থিতি থেকে ফিরে আসতে পেরে আমি ধন্য।

পরবর্তী খবর

Latest News

সাইকেলে করে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী দিল্লিতে ঊষা ভান্স, সূচিতে না থাকলেও অন্ধ্রের পৈতৃক গ্রাম অপেক্ষায় বসে তাঁর ৯০ বছরের পুরোনো মন্দিরে বুলডোজার! মুম্বইয়ে বিশাল মৌন মিছিল জৈন ধর্মালম্বীদের ‘মুসলিম কমিশনার!’ SC-র পর এবার প্রাক্তন CEC-কে নিয়ে বিতর্কিত মন্তব্য নিশিকান্তর ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি ঝাড়খণ্ডে কর্ণি সেনার রাজ্য সভাপতিকে খুন, দুপুর থেকে রাত পর্যন্ত মাঠে পড়ে দেহ আইআইটি খড়্গপুরে উদ্ধার পড়ুয়ার দেহ, নেপথ্যে কি র‌্যাগিং?‌ তদন্ত শুরু TMC-র লোকেরাই তো লাল ঝান্ডা লাগায়! মমতার দলের সঙ্গে বামেদের রসায়ন বোঝালেন দিলীপ একে পর এক হিট কৌশানীর! ‘আমাকে সিরিয়াস চরিত্রে কোনও পরিচালক ভাবেনি…', আক্ষেপ বনির রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে যিশু? গুঞ্জন উসকে দিল অভিনেতার পোস্ট, ব্যাপার কী?

Latest nation and world News in Bangla

সাইকেলে করে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী দিল্লিতে ঊষা ভান্স, সূচিতে না থাকলেও অন্ধ্রের পৈতৃক গ্রাম অপেক্ষায় বসে তাঁর ৯০ বছরের পুরোনো মন্দিরে বুলডোজার! মুম্বইয়ে বিশাল মৌন মিছিল জৈন ধর্মালম্বীদের ‘মুসলিম কমিশনার!’ SC-র পর এবার প্রাক্তন CEC-কে নিয়ে বিতর্কিত মন্তব্য নিশিকান্তর ঝাড়খণ্ডে কর্ণি সেনার রাজ্য সভাপতিকে খুন, দুপুর থেকে রাত পর্যন্ত মাঠে পড়ে দেহ ভারতীয় পোশাকে ‘মামাবাড়িতে’ ঊষার ৩ সন্তান, জেডি ভান্সদের স্বাগত জানালেন বৈষ্ণব পাকিস্তানি হিন্দু মন্ত্রী খেয়াল দাসের ওপর হামলা,সেন প্রধানের বিদ্বেষ ছড়ানোর ফল? তলোয়ার হাতে ভারতে আসার বিমানে উঠল জেডি ভান্সের সন্তানরা, দেখুন কিউট ভিডিয়ো বাংলাদেশি হিন্দু নেতা নাকি খুন হননি, দাবি পুলিশের, তাহলে কীভাবে মারা গেলেন ভবেশ? 'ট্রান্সরা আইনত মহিলা নন!' সুপ্রিম রায়ের বিরোধিতায় উত্তাল লন্ডন বিরাট আপডেট, ভারতে নতুন জায়গায় ছাড়া হবে চিতা! কোথায় জানেন? কেমন আছে ওরা?

IPL 2025 News in Bangla

ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে? ম্যাচ দেখে চলে যান এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, রাত ১২টায় চলবে বিশেষ ট্রেন! ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি? ভিডিয়ো: তোর কোচকেও আমি চিনি… ব্রারকে কি পঞ্জাবি ভাষায় ধমক দিলেন বিরাট কোহলি? সেমিফাইনালের আগেই ওখান থেকেও ওকে ব্যান করা হয়… রায়ডুকে রোস্ট করলেন ধাওয়ান রিঙ্কু-বেঙ্কটেশের চোট? GT-র বিরুদ্ধে নামার আগে চাপে KKR! সম্ভাব্য একাদশ কী হবে? IPL 2025-এর পরেও কি ধোনি অবসর নেবেন না? MI-এর বিপক্ষে হারের পর দিলেন বড় ইঙ্গিত মাঠের মধ্যেই RCB অধিনায়কের উপর বাজে ভাবে চোটপাট কোহলির,এমন কী করলেন রজত?- ভিডিয়ো নিজের উপর বিশ্বাস হারালে চাপ বাড়ে… রান পেয়েই নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন রোহিত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.