বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine: ভারতের জাতীয় পতাকা কীভাবে প্রাণ রক্ষা করেছে পাক-তুর্কী পড়ুয়াদেরও! রুদ্ধশ্বাস ঘটনার বিবরণ ভারতীয়দের মুখে

Ukraine: ভারতের জাতীয় পতাকা কীভাবে প্রাণ রক্ষা করেছে পাক-তুর্কী পড়ুয়াদেরও! রুদ্ধশ্বাস ঘটনার বিবরণ ভারতীয়দের মুখে

ভারতীয় পড়ুয়ারা জানাচ্ছেন উদ্ধারের কাহিনি। ছবি সৌজন্য ANI 

ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন একদল ভারতীয় পড়ুয়া। তাঁরা জানাচ্ছেন, ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান, ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না। আর তার কারও জানিয়ে দেন রুশ সেনা জওয়ানরা।

প্রতিটি মুহূর্তে যেন পাল্টে যাচ্ছে ধ্বংসের ছবিটা। পূর্ব ইউক্রেন জুড়ে রাত হলেই শুরু হচ্ছে রুশ বোমা বর্ষণ আর দিনের আলো ফুটলেই রুশ সেনাদের বুটের শব্দে ঘুম ভাঙছে ইউক্রেনের নাগরিকদের। এমন পরিস্থিতিতে ইউক্রেনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের নিরাপদে যেমন দেশে ফিরিয়ে আনার চেষ্টায় ছিল সেখানের দূতাবাস, তেমনই প্রাণ হাতে করে ইউক্রেন ছাড়তে সমস্ত রকমের চেষ্টা করেছেন ভারতীয় পড়ুয়ারাও। এরই মাঝে ঘটে যায় এক রুদ্ধশ্বাস ঘটনা।

ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন একদল ভারতীয় পড়ুয়া। তাঁরা জানাচ্ছেন, ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান, ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না, কারণ রাষ্ট্রসংঘে যেহেতু রাশিয়ার পক্ষে গিয়ে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত, তাই ভারতীয়দের ওপর রাশিয়ার আক্রোশ নেই। তড়িঘড়ি পরিস্থিতি বুঝে ফেলেন ভারতীয় পড়ুয়ারা। তাঁদেরই মধ্যে একজন বাজারে গিয়ে ভারতের জাতীয় পতাকা খোঁজার চেষ্টা করেন। সেখান থেকে পর্দা কিনে এনে, ধীরে ধীরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুকে ভারতীয় ছাত্ররা তৈরি করে ফেলেন জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই রুশ সৈন্যে ঠাসা ইউক্রেনের রাস্তা ধরে এগিয়ে চলেন তাঁরা। সেই পতাকা যে শুধু ভারতীয়দের প্রাণ রক্ষা করেছে, তা নয়। তা বাঁচিয়েছে বহু পাকিস্তানিকেও!

পড়ুয়ারা বলছেন, তাঁদের সঙ্গে সঙ্গেই বহু পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও ইউক্রেন ছাড়েন। আর সকলকে নিরাপদে ইউক্রেন ছাড়তে সাহায্য করেছে ভারতের তেরঙ্গা। এইভাবে তাঁরা পৌঁছে যান রোমানিয়া। আর সেখান থেকে এখন দেশে ফেরার অপেক্ষা। এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে বেঁচে ফিরে, ভারতীয় পড়ুয়ারা বলছেন, ভারতের পতাকা আর ভারতীয় দুই তরফ মিলে প্রাণ রক্ষা করেছে পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়াদের।

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.