বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine: মোদীর ২ টি ফোন কলের পরই ইউক্রেনের সুমি থেকে ফিরছেন ভারতীয়রা! দূতাবাস দিল কোন বার্তা?

Ukraine: মোদীর ২ টি ফোন কলের পরই ইউক্রেনের সুমি থেকে ফিরছেন ভারতীয়রা! দূতাবাস দিল কোন বার্তা?

সুমি থেকে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। ছবি সৌজন্য-ANI

কিয়েভে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইউক্রেনের প্রশাসনের সহায়তায় সেদেশের সুমি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। দূতাবাসের তরফে একটি টুইট পোস্ট করে জানানো হয়েছে, স্পেশ্যাল ট্রেনে সুমি থেকে ভারতীয়দের উদ্ধার করার বন্দোবস্ত করা হয়। আর এইভাবেই আগামীদিনেও সেখানে আটকে পড়া বহু ভারতীয়কে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস।

ইউক্রেনের সুমিতে গত কয়েকদিনে যেভাবে রুশ বোমা বর্ষণ হয়েছে, তাতে সেখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের নিয়ে রীতিমতো উদ্বেগ শুরু হয় দেশে। এদিকে, সুমি থেকে হাজার হাজার ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রবল তৎপরতার মধ্যেও রুশ হামলার জেরে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় দূতাবাস। এরই মাঝে দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদীর পর পর দুটি ফোন যায়,যার একটি রাশিয়ায়, অন্যটি ইউক্রেনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরবর্তী পরিস্থিতিতেই দেখা গিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে থাকা সুমি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার পদক্ষেপ করে দূতাবাস।

কিয়েভে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইউক্রেনের প্রশাসনের সহায়তায় সেদেশের সুমি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। দূতাবাসের তরফে একটি টুইট পোস্ট করে জানানো হয়েছে, স্পেশ্যাল ট্রেনে সুমি থেকে ভারতীয়দের উদ্ধার করার বন্দোবস্ত করা হয়। আর এইভাবেই আগামীদিনেও সেখানে আটকে পড়া বহু ভারতীয়কে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, সুমিতে আটকে পড়া বহু ভারতীয় একাধিক ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে আনেন। তুলে ধরেন সেখানের কঠিন পরিস্থিতির অবস্থা। অনেকেই হুঁশিয়ারি দেন যে, তাঁরা নিজেদের মতো করেই ইউক্রেন ছাড়বেন, লাগবে না দূতাবাসের সহায়তা। রুশ হামলার জেরে সুমি এতটাই বিধ্বস্ত হয় যে, ভারতীয়দের সেখান থেকে বের করে আনতে কোনও 'সেফ প্যাসেজ' খুঁজে পাচ্ছিল না রাষ্ট্রদূতাবাস। সেই সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী।

কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে এক অফিশিয়াল জানিয়েছেন, 'পরিস্থিতি খুবই জটিল ও ভয়ঙ্কর ছিল'। এই অবস্থায়, সোমবার সুমি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে প্রবল বাধার মুখে পড়ে দূতাবাস। এদিকে, ততক্ষণে রাশিয়া ও ইউক্রেনের দুই দেশের প্রেসিডেন্টকে ফোন করেন মোদী। অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ক্রমাগত ফোনালাপে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপরই জানা যায় যে, দুই দেশের প্রেসিডেন্টই জানিয়েছেন, তাঁরা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে দিতে 'সেফ প্যাসেজ' দিতে আগ্রহী। পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘সেফ প্যাসেজ’-এর সুবিধা পায় কিয়েভের ভারতীয় রাষ্ট্রদূতাবাস।

বন্ধ করুন