প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে পূর্ব ইউক্রেনীয় শহর সুমিতে আটকা পড়া শত শত ভারতীয় নাগরিককে সরিয়ে আনার জন্য সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দুতে ছিল সুমি। সেখানে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যেতে কূটনৈতিক প্রচেষ্টা জারি ছিল ভারতের। তবে তাতেও কোনও লাভ হয়নি। দেশের পূর্বাঞ্চলের অন্যান্য এলাকাগুলির মতো সুমি ভারী রাশিয়ান গোলাবর্ষণ এবং সহিংসতার সাক্ষী থেকেছে।
এই আবহে জেলেনস্কির সঙ্গে ৩৫ মিনিট ধরে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনার প্রচেষ্টাকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, এর আগে ২৬ ফেব্রুয়ারিও দুই নেতার মধ্যে কথা হয়েছিল ফোনে। সেই সময় জেলেনস্কি রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভারতের সমর্থন চেয়েছিল। তবে জেলেনস্কির আবেদনের পরও ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে রাষ্ট্রসংঘে। তবে ভারত প্রথম থেকে বলে এসেছে যাতে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করা হয়। তাছাড়া রাশিয়ার নাম না নিয়ে এই আগ্রাসনের সমালোচনা করেছে বারংবার।
এদিকে প্রধানমন্ত্রী মোদী জেলেনস্কিকে ফোন করার আগেই রাশিয়ার তরফে আজকে সুমি, কিয়েভ, খারকিভ ও মারিউপোলে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। এই আবহে আজকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করার একটি ঊজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে আগেই ভারতীয় পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা তৈরি থাকেন এবং উদ্ধারের জন্য ডাকা হলে খুব কম সময়ের মধ্যেই তারা যাতে সেখান থেকে সরতে পারেন।