ইউক্রেন তো সবে শুরু... একে একে ইউরোপের আরও দেশ দখল করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান যাচে তারা ইউক্রেনকে সামরিক সহায়তার প্রদান করে। তিনি বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে নাহলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।
সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে আপনাদের বিমানগুলি দিন!’ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ‘বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া, লিথুয়েনিয়া, এস্টোনিয়াও আর থাকবে না।’ উল্লেখ্য, এককালে এই দেশগুলি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে স্বাধীনতা অর্জনের কিছু পরেই এরা ন্যাটোতে যোগদান করেছিল।
এদিন জেলেনস্কি পুতিনের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করার কথা বলেন। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধের এই এখ উপায়। পুতিনকে তাঁর বার্তা, ‘আমরা রাশিয়া আক্রমণ করছি না এবং আমরা রাশিয়া আক্রমণ করার পরিকল্পনাও করছি না। আপনি আমাদের কাছে কী চান? আমাদের দেশ ছেড়ে দিন।’
জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে ব্যঙ্গ করেন। বলেন, ‘বসুন এবং আমার সাথে কথা বলুন। তবে ৩০ মিটার দূরে নয়।’ উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে পুতিনের সাম্প্রতিক বৈঠকের উল্লেখ করে এই ব্যঙ্গ করেন জেলেনস্কি। পুতনিকে সেই বৈঠকে ম্যাক্রোঁর সাথে কথা বলতে দেখা গিয়েছে বিশাল এক টেবিলের অপর প্রান্ত থেকে। সেই বিষয়টি নিয়েই ঠাট্টা করেন ইউক্রেনের এই কমেডিয়ান প্রেসিডেন্ট। পুতিনের প্রতি জেলেনস্কির শ্লেষ মাখা কটাক্ষ, ‘আমি আপনাকে কাটব না, তাহলে কী জন্য ভয় পাচ্ছেন আপনি?’