এক মাস অতিক্রান্ত হলেও এখনও জারি রয়েছে ইউক্রেনের উপর রাশিয়ার নির্বিচার হামলা। এই যুদ্ধে ন্যাটো বা আমেরিকা সরসরি যুক্ত না হলেও ইউক্রেনকে সমর্থন জানিয়েছে তারা। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ‘সহায়তা’ করেছে ন্যাটো। এই আবহে এবার ইউরোপের আকাশে ঘনিয়ে এসেছে পারমাণবিক যুদ্ধের কালো ছায়া। তবে অনেকেরই মত, পরিস্থিতি উত্তপ্ত হলেও পারমাণবিক হামলা চালাবে না কোনও পক্ষই। তবে এই একই আশ্বাস দেওয়া যাচ্ছে না রাসায়নিক অস্ত্রের ক্ষেত্রে। আশঙ্কা তৈরি হয়েছে যে রাশিয়া রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে প্রত্যয়ী ইউক্রেনীয়দের উপর। এহেন পরিস্থিতিতে মস্কোকে চরম হুঁশিয়ারি বার্তা দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ন্যাটোর সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই মঞ্চে দাঁড়িয়ে বাঁডেন গতকাল স্পষ্ট ভাষায় রাশিয়ার উদ্দেশে বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেন তাহলে ন্যাটো জবাব দিতে বাধ্য হবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘যেমন ভাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হবে তেমনই ভাবে জবাব দেবে ন্যাটো।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম থেকেই ইউক্রেন ইস্যুতে ক্রেমলিনের বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন। গোয়েন্দা রিপোর্টকে উদ্ধৃত করে বারংবার দাবি করেছিলেন যে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয় ২৪ ফেব্রয়ারি। এরপর থেকে বিগত একমাস ধরে ক্রমেই রক্ত ঝরছে পূর্ব ইউরোপের এই দেশে। তবে সমর্থন জানালেও ইউক্রেনের পক্ষ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়নি ন্যাটো। এই পরিস্থিতিতে এবার রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।