প্রায় দুই সপ্তাহ ধরে ইউক্রেনে সংঘর্ষ জারি রেখেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি রাতে ইউক্রেন দখলের যে অভিযান রুশ বাহিনী শুরু করেছিল, তা এক রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলি ক্রমেই ক্রেমলিনের উপর চাপ বাড়াতে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে চলেছে। তবে তাতেও পিছু হটার নাম নেই ভ্লাদিমির পুতিনের। বাইরের সাহায্য সেই অর্থে না পেলেও নিজেদের দেশরকে রক্ষা করার কঠোর প্রত্যয়ে লড়াই করে চলেছেন ইউক্রেনীয়রা। আর রাশিয়ার রক্তক্ষরণ জারি রয়েছে। এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের কথায় ইউক্রেনে কোনও দিনই জয়লাভ করবে না রুশ বাহিনী।
এক টুইট বার্তায় বাইডেন লেখেন, ‘এটি ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে যে ইউক্রেনে পুতিন পক্ষে কখনই বিজয় লভা করা সম্ভব হবে না। পুতিন একটি শহর দখল করতে সক্ষম হতে পারেন - তবে তিনি কখনই গোটা দেশকে নিজের দখলে রাখতে পারবেন না।’
এর আগে হোয়াইট হাউসে দাঁড়িয়ে জো বাইডেন পুতিনের উদ্দেশে বার্তা দিয়ে বলেছিলেন, ‘এই যুদ্ধের জন্য ভয়াবহ দাম দিতে হবে সবাইকে। ইতিমধ্যেই ২০ লক্ষেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়েছেন।’ বাইডেন আরও বলেন, ‘পুতিনের এই যুদ্ধের জেরে বহু মহিলা ও শিশু প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের সাহসী মানুষদের আমরা সমর্থন জানাচ্ছি। আমরা ইউক্রেনের উদ্বাস্তুদের দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত। ইউক্রেনের সীমান্তবর্তী ইউরোপীয় দেশগুলির উপর যাতে যাবতীয় চাপ না পড়ে, তাই আমেরিকাও ইউক্রেনীয় উদ্বাস্তুদের গ্রহণ করবে।’