বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine War: NATO-কে তোপ, না পালিয়ে কিয়েভে থেকেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই জারি জেলেনস্কির

Ukraine War: NATO-কে তোপ, না পালিয়ে কিয়েভে থেকেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই জারি জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি (ছবি এএফপি) (AFP)

জেলেনস্কি বলেন, 'ইউক্রেনের মৃত্যু ও ধ্বংসের জন্য দায়ী হবে পশ্চিমের সামরিক জোট।'

রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান যাতে ইউরোপের আকাশে উড়তে না পারে, তার জন্য ন্যাটোকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি তুলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে জেলেনস্কির সেই দাবি মানেনি ন্যাটো। যদিও রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। এই পরিস্থিতিতে এবার ন্যাটোকেই তো দাগলেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটোর এই সিদ্ধান্ত কার্যন্ত রাশিয়াকে বোমা বর্ষণের জন্য সবুজ সংকেত দেখানো।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমের সামরিক জোট ইউক্রেনের মৃত্যু ও ধ্বংসের জন্য দায়ী হবে কারণ ন্যাটোর দুর্বলতা এবং ঐক্যের অভাব মস্কোর হাত পুরোপুরি খুলে দেবে।’

এদিকে এরই মধ্যে গুজব রটে যে রুশ সেনা কিয়েভের কাছে আসতেই নাকি দেশ ছেড়ে পোল্যান্ড পালিয়েছেন জেলেনস্কি। সেই গুজবকে মিথ্যা প্রমাণ করতে এদিন ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন জেলেনস্কি। এর আগে রুশ হানার প্রথম দিকে দু’টো ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন জেলেনস্কি। এদিন কিয়েভে নিজের অফিস থেকে ভিডিয়ো পোস্ট করে জেলেনস্কি দাবি করেন, ‘আমি কিয়েভেই আছি, কোথাও যাইনি। এখানে থেকেই আমি নিজের কাজ করছি।’

উল্লেখ্য, এর আগে আমেরিকা জেলেনস্কিকে উদ্ধার করার প্রস্তাব দিয়েছিল। তবে সেবারও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এই আবহে সম্প্রতি রুশ রাজনীতিবিদ ভ্যাচেস্লাভ ভোলোডিন দাবি করেন যে জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন। তিনি আরও দাবি করেন, ইউক্রেনের সংসদ সদস্যরা জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এও গুজব রটে যে রুশ সৈন্যদের ক্রমবর্ধমান আক্রমণের মাঝেই পার্লামেন্টে গোপন বৈঠকের আগে জেলেনস্কি ২ মার্চ ইউক্রেন ত্যাগ করেছিলেন। কেউ কেউ দাবি করেন যে জেলেনস্কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে দেশ ছেড়েছেন। তবে রাশিয়ার এই সব প্রচার ও গুজবকে মিথ্যা প্রমাণিত করতে ভিডিয়ো পোস্ট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

বন্ধ করুন