বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine-Russia War: রাশিয়ার ‘যুক্তি’ সঠিক, ইউক্রেনের উপর হামলাকে ‘কার্যত সমর্থন’ ভারতীয় বামপন্থীদের

Ukraine-Russia War: রাশিয়ার ‘যুক্তি’ সঠিক, ইউক্রেনের উপর হামলাকে ‘কার্যত সমর্থন’ ভারতীয় বামপন্থীদের

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

যুদ্ধ নিয়ে সিপিএমের বক্তব্য, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে, সিপিএম তাতে গভীরভাবে উদ্বিগ্ন।’

ইউক্রেন হামলার প্রেক্ষিতে কতকটা রাশিয়ার পক্ষে সওয়াল করেই বিবৃতি প্রকাশ করল ভারতীয় কমিউনিস্ট পার্টি। যদিও প্রকাশিত বিবৃতিতে এই হামলাকে ‘অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন সীতারাম ইয়েচুরিরা। এই যুদ্ধ প্রসঙ্গে সিপিএমের বক্তব্য, ইউক্রেনে আক্রমণ অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক হলেও নিজেদের নিরাপত্তার সংকটের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাশিয়া।

যুদ্ধ নিয়ে সিপিএমের বক্তব্য, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে, সিপিএম তাতে গভীরভাবে উদ্বিগ্ন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এহেন সামরিক পদক্ষেপ দুর্ভাগ্যজনক। এই যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফেরাতে পদক্ষেপ করা হোক।’ এরপর আমেরিকারে বিঁধে সিপিএমের বক্তব্য, ‘সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই ন্যাটো পূর্ব ইউরোপের দেশগুলিতে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমেরিকার মদতে সে কাজ হয়েছে। ইউক্রেনকেও ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল। ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হলে তা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠত। ন্যাটো পূর্ব ইউরোপে বাহিনী এবং মিসাইল মোতায়েন করেছিল। ন্যাটোর এই পদক্ষেপ নিয়েও রাশিয়া উদ্বিগ্ন। সুতরাং রাশিয়া যে সামরিক নিরাপত্তার দাবি তুলেছে সেটা পুরোপুরি বৈধ।’

সিপিএমের এই বিবৃতি থেকে স্পষ্ট, ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলার ‘নিন্দা’ তারা জানাচ্ছে না। শুধুমাত্র ‘উদ্বেগ’ প্রকাশ করে এই পুরো পরুস্থিতির দায় সেই আমেরিকা ও ন্যাটোর কাঁধেই চাপালেন ভারতীয় বামপন্থীরা। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান রোখার আবেদন জানিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থান মোদীকে জানান পুতিন। জবাবে মোদী বলেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। যাবতীয় হিংসা অবিলম্বে বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেন মোদী। তবে মোদীর আবেদনে এখনও সাড়া দেননি পুতিন।

পরবর্তী খবর

Latest News

ডিজিটাল পেমেন্ট লিংক চালু করতে ভারত-সিঙ্গাপুর আলোচনা, বিরাট বিনিয়োগের সম্ভাবনা দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুর সমব্যথী! স্বাতীর পোস্টে ক্ষুব্ধ আপ 'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.