বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ভারতের সহায়তার জন্য ইউক্রেন কৃতজ্ঞ’ মোদীর সঙ্গে ফোনালাপের পর বার্তা জেলেনস্কির

‘ভারতের সহায়তার জন্য ইউক্রেন কৃতজ্ঞ’ মোদীর সঙ্গে ফোনালাপের পর বার্তা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ছবি সৌজন্যে এএফপি) (AFP)

ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে

প্রধানমন্ত্রী মোদী আজ ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। প্রায় ৩৫ মিনিট কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। দুই নেতা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপরই মোদীর সঙ্গে নিজের ফোনালাপের বিষয়ে টুইট করেন জেলেনস্কি। তিনি টুইট করে লেখেন যে ভারতের কাছে ইউক্রেন কৃতজ্ঞ।

জেলেনস্কি এদিন টুইট করে লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালাম যে কীভাবে রাশিয়ার আগ্রাসনকে প্রতিহত করছে ইউক্রেন। যুদ্ধের সময় ভারতীয় নাগরিকরা যে সাহায্য ইউক্রেন থেকে পেয়েছেন, তার প্রশংসা করেন তিনি। পাশাপাশি যেরকম শান্তিপূর্ণভাবে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে ইউক্রেন সংঘাত শেষ করতে চায়, তারও প্রশংসা করেছে ভারত। ইউক্রেনও ভারতের সহায়তার জন্য কৃতজ্ঞ। #স্টপরাশিয়া’

এদিকে ভারতের সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ইউক্রেন সরকারের সহায়তার জন্য রাষ্ট্রপতি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার চলমান প্রচেষ্টায় ইউক্রেন সরকারের সমর্থনও চেয়েছেন।

তাছাড়া ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। উল্লেখ্য, এর আগে ২৬ ফেব্রুয়ারিও দুই নেতার মধ্যে কথা হয়েছিল ফোনে। সেই সময় জেলেনস্কি রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভারতের সমর্থন চেয়েছিল। তবে জেলেনস্কির আবেদনের পরও ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে রাষ্ট্রসংঘে। তবে ভারত প্রথম থেকে বলে এসেছে যাতে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করা হয়। তাছাড়া রাশিয়ার নাম না নিয়ে এই আগ্রাসনের সমালোচনা করেছে বারংবার।

পরবর্তী খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.