মার্কিন সেনার রুদ্ধশাস অভিযানে কার্যত এক রাতে তছনছ হয়ে গিয়েছিল ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল কায়দার সাজানো সাম্রাজ্য। বিভিন্ন দেশে তাদের পালিয়ে যাওয়া জঙ্গি নেতাদের একে ওকে ধর পাকড় করে সংগঠনকে কোণঠাসা করতে থাকে আমেরিকা। শোনা গিয়েছিল, জঙ্গি শিবিরের নেতা আয়মন আল জওয়াহিরিরও মৃত্যু হয়েছে। তবে সাম্প্রতিক রাষ্ট্রসংঘের রিপোর্ট দাবি করেছে যে, আয়মন আল জওয়াহিরি সম্ভবত বেঁচে রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বড়ই দুর্বল। এদিকে, আফগানিস্তানের বুকে গত অক্টোবরে লাদেন পুত্র আবদাল্লা তালিবানের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছে বলে খবর। এই তথ্য উঠে এসেছে রাষ্ট্রসংঘের রিপোর্টে। আর এই খবরের হাত ধরেই ফের একবার নয়া উদ্বেগ সঞ্চারিত হচ্ছে মধ্য এশিয়ায়।
রাষ্ট্রসংঘের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, আলকায়দা থেকে সুরু করে মুভমেন্ট অফ উজবেকিস্তান সহ বিভিন্ন জঙ্গি শিবির খুল্লাম খুল্লা কাজকর্ম করে যাচ্ছে আফগানিস্তানের বুকে। তালিবান শাসিত আফগান মুলুকে কার্যত অবাধ বিচরণ শুরু হয়েছে এই জঙ্গি শিবিরগুলির। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, যে প্রতিশ্রুতি দিয়ে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল, সেই প্রতিশ্রুতি পালনে কার্যত ব্যর্থ হয়েছে তালিবানরা। তারা আফগানিস্তানের মাটিতে বিভিন্ন বিদেশি সন্ত্রাসবাদী শক্তিকে অবাধে ঘোরাফেরা করতে মদত দিচ্ছে। এদিকে, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের জেরে নজর ঘুরছে আল কায়দার দিকে। সেখানে ৩১ অগাস্ট শেষবার তালিবানকে কাবুল জয়ের পর অভিনন্দন জানানোর পর সেভাবে আর আল কায়দার কণ্ঠ শোনা যায়নি। এই রহস্যময় নীরবতা নিয়ে বহু প্রশ্নের মাঝেই শোনা যাচ্ছে। আফগানিস্তানের মাটিতে সদ্য গত বছর অক্টোবরে গিয়েছিল ওসামাবিন লাদেনের ছেলে আবদাল্লা লাদেন। সেখানে তার সঙ্গে তালিবান নেতাদের বৈঠক হয়। জল্পনা রয়েছে যে, তাহলে কি ফের এসকবার তালিবানি মদতে ফুলে ফেঁপে উঠতে পারে আল কায়দা?
উল্লেখ্য, লাদেনের মৃত্যুর পর সেভাবে আলকায়দা সুষ্ঠু নেতৃত্ব পায়নি। সেই জায়গা থেকে ধীরে ধীরে তার সন্ত্রাসবাদী কার্যকলাপেও ভাঁটা পড়ে। এদিকে, লাদেনপুত্রের সঙ্গে তালিবানের যোগাযোগ নিয়ে রাষ্ট্র সংঘের রিপোর্ট যখন অনেকেরই ঘুম ওড়াচ্ছে, তখনই জানা গিয়েছে, ওসামা বিন লাদেনের নিরাপত্তার দায়িত্বে থাকা মহম্মদ উল হক সাম খান আফগানিস্তানে গত অগাস্টেই নিজের বাড়িতে ফিরে এসেছে। ফলে তালিবান শাসিত আফগান মাটি থেকে ফের একবার নিজের রক্তচক্ষু নিয়ে আলকায়দা শক্তিধর হবে কি না, তা নিয়ে রয়ে যাচ্ছে প্রভূত জল্পনা।