আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের তখতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে দায়িত্ব গ্রহণ করেই অনুপ্রবেশকারী এবং বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের দেশ থেকে তাড়াবেন, সেই বার্তা আগেই স্পষ্ট ভাষায় দিয়ে রেখেছেন। ট্রাম্প তাঁর এই 'কথা রাখতে' যে কতটা 'বদ্ধপরিকর', তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে যেসমস্ত খবর সামনে আসছে, তা মার্কিন মুলুকে বসবাসকারী অনুপ্রবেশকারীদের জন্য যথেষ্ট উদ্বেগের। সূত্রের দাবি, আমেরিকার ইতিহাসে সবথেকে বড় সংখ্যায় অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
তথ্য বলছে, ইউএস ইমিগ্রেশন অ্য়ান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রায় ১৫ লক্ষ ব্যক্তিকে চিহ্নিত করে তাঁদের নামের তালিকা তৈরি করেছে। শোনা যাচ্ছে, ট্রাম্প ফের একবার গদিতে বসলেই ওই ১৫ লক্ষ ব্যক্তিকে পত্রপাঠ আমেরিকা থেকে বিদায় করা হবে।
আরও লক্ষ্যণীয় বিষয় হল, এই ১৫ লক্ষের মধ্যে প্রায় ১৮,০০০ হলেন ভারতীয় বংশোদ্ভূত। যাঁরা কোনও বৈধ নথি ছাড়াই আমেরিকায় থাকছেন। মনে করা হচ্ছে, এই ১৮,০০০ ভারতীয় বংশোদ্ভূতকে শীঘ্রই ভারতে ফেরত পাঠানো হবে।
গত নভেম্বর মাসে আইসিই যে তথ্য প্রকাশ করেছে, সেই অনুসারে - প্রায় ১৫ লক্ষ বেআইনি বাসিন্দার মধ্যে ভারতীয় বংশোদ্ভূতের নির্দিষ্ট সংখ্যা হল, ১৭,৯৪০। যাঁদের আমেরিকা থেকে উৎখাত করার বিষয়ে সরকারি স্তরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত যে তথ্যাবলী সামনে এসেছে, সেই অনুসারে - আমেরিকায় এই মুহূর্তে প্রায় ৭,২৫,০০০ ভারতীয় বেআইনিভাবে বসবাস করছেন! সেই হিসাবে আমেরিকায় বসবাসরত অনুপ্রবেশকারীদের তালিকায় সংখ্য়ার নিরিখে ভারতীয় বংশোদ্ভূতদের স্থান তৃতীয়। এই তালিকায় থাকা প্রথম দু'টি দেশ হল - মেক্সিকো এবং এল স্যালভাডর। পিউ রিসার্চ সেন্টারের তথ্যে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে।
এর আগে গত অক্টোবর মাসে, সংশ্লিষ্ট তথ্যাবলী প্রকাশ্যে আসার আগেই, আমেরিকার প্রশাসন একটি চাটার্ড বিমানের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত অনুপ্রবেশকারীদের ভারতে ফেরত পাঠিয়েছিল।
আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ভারত সরকারের যৌথ সহযোগিতাতেই এই ব্যবস্থা করা হয়েছিল।
তথ্য বলছে, আমেরিকায় বসবাসকারী হাজার-হাজার ভারতীয় বংশোদ্ভূত সেখানে থেকে যাওয়ার সরকারি ছাড়পত্র পেতে বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। কিন্তু, আইসিই এখনও পর্যন্ত তাঁদের মধ্য়ে অনেককেই সেই অনুমোদন দেয়নি। লক্ষ্যণীয় বিষয় হল, শুধুমাত্র গত তিনটি আর্থিক বছরেই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে ধরা পড়েছেন গড়ে ৯০,০০০ ভারতীয় বংশোদ্ভূত!