বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi bats for Secular Civil Code: সাম্প্রদায়িক সিভিল কোডে আছি আমরা, লালকেল্লা থেকে ধর্মনিরপেক্ষ বিধির ডাক মোদীর

Modi bats for Secular Civil Code: সাম্প্রদায়িক সিভিল কোডে আছি আমরা, লালকেল্লা থেকে ধর্মনিরপেক্ষ বিধির ডাক মোদীর

স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই)

লালকেল্লা থেকে অভিন্ন দেওয়ানি বিধি বা ধর্মনিরপেক্ষ সিভিল কোডের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এখন দেশে যে দেওয়ানি বিধি আছে, তা সাম্প্রদায়িক। সংবিধানের মূল ভাবধারার সঙ্গে সেটা খাপ খায় না।

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে বরাবরই সওয়াল করে এসেছে বিজেপি। আর বৃহস্পতিবার লালকেল্লা থেকে মোদী জানান, বর্তমানে দেশে যে দেওয়ানি বিধি আছে, তা সাম্প্রদায়িক। তাতে দেশে ভেদাভেদ সৃষ্টি হয়। যা ভারতের সংবিধানের মূল ধারার পরিপন্থী বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ‘এখন আমাদের ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির পথে হাঁটতে হবে। তখনই ধর্মের ভিত্তিতে দেশে যে ভেদাভেদ হচ্ছে, সাধারণ মানুষ যে নিজেদের বঞ্চিত মনে করেন, তা থেকে মুক্তি মিলবে।’

‘এখন সাম্প্রদায়িক সিভিল কোড আছে’

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে বারবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বারবার আলোচনা করেছে সুপ্রিম কোর্ট। অনেকবার নির্দেশ দিয়েছে। কারণ দেশের একটা বড় অংশের মানুষ মনে করেন, আমরা যে দেওয়ানি বিধির মধ্যে আছি, সেটা একদিক থেকে তো সাম্প্রদায়িক সিভিল কোড। বিভেদের সিভিল কোড। আর সেটার মধ্যে সত্যতাও আছে।'

আরও পড়ুন: Modi on Women: ‘এই পাপ যারা করছে তাদের মনে ভয় তৈরি হওয়া জরুরি যে ফাঁসি হতে পারে’, RG Kar কাণ্ডের মাঝে বার্তা মোদীর

‘ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি থাকা উচিত’

ধর্মনিরপেক্ষ বা অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, 'সংবিধানের যখন ৭৫ তম বর্ষ উদযাপন করছি আমরা, (তখন ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি থাকা উচিত)। সংবিধানের মূল ভাবনাও আমাদের যে কাজটা করতে বলে, দেশের সুপ্রিম কোর্টও আমাদের যে কাজটা করতে বলে, আর সংবিধান নির্মাতাদের যে স্বপ্ন ছিল, সেটা পূরণ করার দায়িত্ব আছে আমাদের। আমি চাই যে এই বিষয়টি নিয়ে দেশে ব্যাপকভাবে আলোচনা করা হোক। প্রত্যেকেই নিজেদের মতামত প্রদান করুক।'

বিভেদকারী আইনের জায়গা নেই দেশে, সাফ কথা মোদীর

প্রধানমন্ত্রী বলেন, ‘যে সব আইন ধর্মের ভিত্তিতে দেশের মধ্যে বিভেদ করে, যে আইনগুলি দেশের উচ্চ-নিম্নের মধ্যে ভাগ করে দেয়, সেই আইনের কোনও জায়গা নেই দেশে। তাই তো আমি বলব, সময়ের দাবি হল যে দেশে এখন ধর্মনিরপেক্ষ সিভিল কোড তৈরি করা হোক।’ 

আরও পড়ুন: PM Modi on Bangladeshi Hindus: ‘বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়’, স্বাধীনতা দিবসে বললেন মোদী

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সিভিল কোডের আওতয় থেকেছি ৭৫ বছর। এখন আমাদের ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির পথে হাঁটতে হবে। তখনই ধর্মের ভিত্তিতে দেশে যে ভেদাভেদ হচ্ছে, সাধারণ মানুষ যে নিজেদের বঞ্চিত মনে করেন, তা থেকে মুক্তি মিলবে।’

আরও পড়ুন: Modi speech at Red Fort: ‘ভারত চায় প্রতিবেশী শান্তি, সমৃদ্ধির পথে হাঁটুক’, লালকেল্লায় মোদীর সেরা কিছু বার্তা একনজরে

পরবর্তী খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.