ভারতের ম্যাপে বাদ জম্মু-কাশ্মীর! Zoom-এর চিনা CEO-কে সতর্ক করলেন কেন্দ্রীয় মন্ত্রী
Updated: 31 Dec 2022, 07:45 PM ISTআলোচ্য ছবিতে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের অংশটি সঠিক ছিল না। এমন বিতর্কিত বিষয় নিয়ে এরিক ইউয়ানের সতর্ক হওয়া উচিত বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, যে দেশে ব্যবসা করেন বা করতে চান, সেই দেশের মানচিত্র ব্যবহারের সময়ে তা সঠিক কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়ায়ই শ্রেয়।
পরবর্তী ফটো গ্যালারি