বাংলা নিউজ > ঘরে বাইরে > Jharkhand: মেলেনি গরম পুরি, বিয়েবাড়িতে পাথর বৃষ্টি, আহত অনেকে

Jharkhand: মেলেনি গরম পুরি, বিয়েবাড়িতে পাথর বৃষ্টি, আহত অনেকে

গরম পুরি নিয়ে অশান্তি বিয়েবাড়িতে। প্রতীকী ছবি 

রাত ২ টো নাগাদ অতিথিরা খেতে বসেছিলেন। সেই সময় এক যুবক বিয়েবাড়িতে ঢোকেন। জানা গিয়েছে, তাঁর আমন্ত্রণ ছিল না। বিয়ে বাড়িতে তাঁকে পুরি দেওয়া হয়েছিল। আর তারপরেই শুরু হয় অশান্তি। পুরি গরম না থাকায় রাগারাগি করে ওই যুবক। তিনি দাবি করতে থাকেন এখনই তাকে গরম পুরি এনে দিতে হবে।

বিয়ের অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড। গরম পুরি না মেলায় ব্যাপক অশান্তি ছড়াল বিয়েবাড়িতে। চলল পাথর বৃষ্টি, আর সেই সঙ্গে গালিগলাজ। ঘটনাটি ঝাড়খণ্ডের গিরিডিতে। এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ের অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গিরিডির পাতোরদি এলাকায় শঙ্কর যাদব নামে একজনের বিয়ের আসর বসেছিল। ধুমধাম করেই চলছিল বিয়ের অনুষ্ঠান। বিয়েতে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল। রাত ২ টো নাগাদ অতিথিরা খেতে বসেছিলেন। সেই সময় এক যুবক বিয়ে বাড়িতে ঢোকেন। জানা গিয়েছে, তাঁর আমন্ত্রণ ছিল না। বিয়েবাড়িতে তাঁকে পুরি দেওয়া হয়েছিল। আর তারপরেই শুরু হয় অশান্তি। পুরি গরম না থাকায় রাগারাগি করে ওই যুবক। তিনি দাবি করতে থাকেন এখনই তাকে গরম পুরি এনে দিতে হবে। এরপর অন্যান্য অতিথিরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু, যুবক নিজের দাবিতে অনড় থাকেন। শেষে যুবক রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু তারপরেও পরিস্থিতির ঠান্ডা হয়নি। এর কিছুক্ষণ পর ওই যুবক এলাকার আরও কয়েকজন যুবককে নিয়ে আসে বিয়ে বাড়িতে। তখন ফের তারা গরম পুরির জন্য দাবি করতে থাকে। এ নিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি এবং পাথর ছোড়াছড়ি। ঘটনায় বেশ কয়েকজন অতিথি আহত হয়েছেন।

খবর দেওয়া হয় পুলিশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। যে যুবকের দ্বারা অশান্তি তৈরি হয়েছিল সেই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। পরে সকালে এসডিপিও অনিল কুমার সিং এবং মুফাসসিল থানার ভারপ্রাপ্ত ওসি কমলেশ পাসওয়ান বিয়ের অতিথিদের শান্ত করার চেষ্টা করেন। পুলিশি নিরাপত্তার মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন