আমজনতার হাতে বেশি নগদের জোগানের জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তনের পথে হাঁটলেন না। বরং দেশের কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘উপহার’ হিসেবে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট সংক্রান্ত যাবতীয় খবর পড়ুন এখান)
করোনা ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি বরাদ্দ করলেন অর্থমন্ত্রী
করোনা ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি বরাদ্দ করলেন অর্থমন্ত্রী -- বিস্তারিত পড়ে নিন এখানে
ঘোষণা করেননি নির্মলা, তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংস্থার বরাদ্দ বাড়ল ২৯%
ঘোষণা করেননি নির্মলা, তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংস্থার বরাদ্দ বাড়ল ২৯% --- বিস্তারিত পড়ে নিন
কোপ পড়ল খেলার বাজেটে, কাটতি ২৩০.৭৮ কোটি, খেলো ইন্ডিয়ায় কমল রেকর্ড বরাদ্দ
কোপ পড়ল খেলার বাজেটে, কাটতি ২৩০.৭৮ কোটি, খেলো ইন্ডিয়ায় কমল রেকর্ড বরাদ্দ বিস্তারিত পড়ে নিন এখানে—
আগামী অর্থবর্ষে বাজারে LIC-র শেয়ার ছাড়বে কেন্দ্র, বিমাক্ষেত্রে বাড়বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ
আগামী অর্থবর্ষে বাজারে LIC-র শেয়ার ছাড়বে কেন্দ্র, বিমাক্ষেত্রে বাড়বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিস্তারিত পড়ে নিন এখানে—
সংস্কারমুখী বাজেটে রেকর্ড চড়ল শেয়ার বাজার, ৬ লাখ কোটি কামালেন লগ্নিকারীরা
সংস্কারমুখী বাজেটে রেকর্ড চড়ল শেয়ার বাজার, ৬ লাখ কোটি কামালেন লগ্নিকারীরা — বিস্তারিত পড়ে নিন এখানে
দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা সংস্থা-সহ একাধিক সংস্থার বিলগ্নিকরণের পথে কেন্দ্র, তালিকায় এয়ার ইন্ডিয়াও
দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা সংস্থা-সহ একাধিক সংস্থার বিলগ্নিকরণের পথে কেন্দ্র, তালিকায় এয়ার ইন্ডিয়াও --- বিস্তারিত পড়ে নিন এখানে
রেলে ‘রেকর্ড’ ১.১ লাখ কোটি টাকা বরাদ্দ, ফ্রেট করিডর থেকে আয়ের দিশা বাজেটে
রেলে ‘রেকর্ড’ ১.১ লাখ কোটি টাকা বরাদ্দ, ফ্রেট করিডর থেকে আয়ের দিশা বাজেটে --বিস্তারিত পড়ে নিন
ছাড় নয়, তবে ক্ষুদ্র করদাতাদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত সীতারামনের
ছাড় নয়, তবে ক্ষুদ্র করদাতাদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত সীতারামনের — আরও পড়ুন
মানুষের হাতে নগদ অর্থ দেওয়া হয়নি কেন? বাজেটেকে 'দিশাহীন ও বিভ্রান্ত' বললেন অমিত মিত্র
বাজেটের আগেই আমজনতার হাতে বাড়তি নগদ তুলে দেওয়ার সওয়াল করেছিলেন। কিন্তু সরাসরি সেই পথে হাঁটেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেজন্য নয়া দশকের প্রথম কেন্দ্রীয় বাজেটকে 'দিশাহীন এবং বিভ্রান্ত' বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। বিস্তারিত পড়ুন এখানে
আয়কর সংক্রান্ত কী কী ঘোষণা করেছেন সীতারামন?
এবারের বাজেটে আয়কর সংক্রান্ত কী কী ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, দেখে নিন ভিডিয়োয়।
মোবাইল, এসি-সহ কোন কোন জিনিসের দাম বাড়ছে? কোন দ্রব্যের দাম কমছে?
মোবাইল, এসি-সহ কোন কোন জিনিসের দাম বাড়ছে? কোন দ্রব্যের দাম কমছে? জানতে ক্লিক করুন এখানে
প্রতিরক্ষা খাতে বরাদ্দ হল ৮.৭৮ লাখ কোটি টাকা, মূলধন ব্যয়ে ১৯% বৃদ্ধি
প্রতিরক্ষা খাতে বরাদ্দ হল ৮.৭৮ লাখ কোটি টাকা, মূলধন ব্যয়ে ১৯% বৃদ্ধি – আরও পড়ুন
চাপল ১০০ শতাংশ কৃষি সেস, তবুও বাড়ছে না বিদেশি মদের দাম
চাপল ১০০ শতাংশ কৃষি সেস, তবুও বাড়ছে না বিদেশি মদের দাম — আরও পড়ুন
বাজেটে অপরিবর্তিত কর কাঠামো, ভোটের আগে বাংলা-সহ ৪ রাজ্যকে ভেট মোদী সরকারের
পরিকাঠামো ক্ষেত্রে যে বাড়তি নজর দেওয়া হবে, তা প্রত্যাশিত ছিল। সেইমতো বিভিন্ন খাতে পরিকাঠামো উন্নয়নে অর্থ সংস্থানের পথ প্রশস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৩৭ শতাংশ বাড়ানো হয়েছে। তবে আমজনতার হাতে নগদের জোগানের বাড়াতে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। যদিও নির্মলার দাবি, পরিকাঠামো ক্ষেত্রে টাকা ঢালার ফলে কর্মসংস্থান তৈরি হবে। তার ফলে মানুষের হাতে টাকা আসবে। সেজন্য একাধিক ঘোষণা করা হয়েছে। সঙ্গে চার ভোটমুখী রাজ্যকেও একাধিক ‘উপহার’ দিয়েছেন সীতারামন।
অসম - বাংলার চা বাগানের জন্য বরাদ্দ ১,০০০ কোটি
অসম - বাংলার চা বাগানের জন্য বরাদ্দ ১,০০০ কোটি - পড়ুন এখানে
করোনার সময় কেন্দ্র ভালো কাজে খরচ করেছে, তাই আর্থিক ঘাটতি ৯.৫% : নির্মলা
নির্মলা সীতারামন : বছরের শুরুতে (২০২০ সালের ফেব্রুয়ারি) আর্থিক ঘাটতি ছিল ৩.৫ শতাংশ। সেটা এখন ৯.৫ শতাংশ ধরা হচ্ছে। কারণ করোনাভাইরাস পরিস্থিতির সময় সরকার ভালো কাজে খরচ করেছে, খরচ করেছে, খরচ করেছে। সেজন্য ঘাটতি করেছে। তবে সেই ঘাটতি কমানোর লক্ষ্য নেওয়া হচ্ছে।
কৃষি পরিকাঠামো সংক্রান্ত সেসের কারণে কাউকে বেশি টারকা গুনতে হবে না : নির্মলা
নির্মলা সীতারামন : কৃষি পরিকাঠামো সংক্রান্ত সেসের কারণে কাউকে বেশি টাকা গুনতে হবে না। গ্রাহকদের কম টাকা দিতে হবে বা একই টাকা দিতে হবে।
গৃহঋণে সুদের ওপর কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি ২০২২ মার্চ অবধি
গৃহঋণে সুদের ওপর কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি ২০২২ মার্চ অবধি — পড়ে নিন এখানে
এবার বাজেটে পরিকাঠামোয় জোর : সীতারামন
বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারামন জানান, এবারের বাজেটে পরিকাঠামো ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে। পরিকাঠামো ক্ষেত্রে টাকা ঢালা হয়েছে। স্বাস্থ্যের পরিকাঠামোয় গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্য অবশ্য কৃষিক্ষেত্রে কোপ মারা হয়নি।
কয়েক ঘণ্টায় এত ইতিবাচক প্রতিক্রিয়া, এরকম বাজেট কম দেখা যায় : মোদী
বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে ২০২১ সালের বাজেট পেশ করা হয়েছে। তাতে যথার্থতার চিন্তাধারা আছে, আর উন্নয়নের বিশ্বাস আছে।’ সঙ্গে যোগ করেন, ‘এরকম বাজেট কমইদেখা যায় না, যা ঘোষণার এক-দু'ঘণ্টার মধ্যে এত ইতিবাচক প্রতিক্রিয়া মেলে। অনেক বিশেষজ্ঞ ভেবেছিলেন যে আমজনতার উপর বোঝা চাপিয়ে দেবে। কিন্তু আমরা স্বচ্ছ বাজেটের উপর জোর দিয়েছি।’
আমদানি শুল্ক কাটছাঁটের মধ্যেই একধাক্কায় ১,৫০০ টাকা কমল সোনা
আমদানি শুল্ক কাটছাঁটের মধ্যেই একধাক্কায় ১,৫০০ টাকা কমল সোনা – আরও পড়ুন
সড়ক, রেল, চা-বাগান - ভোটের আগে বাজেটে কী কী 'উপহার' পেল বাংলা?
সড়ক, রেল, চা-বাগান - ভোটের আগে বাজেটে কী কী 'উপহার' পেল বাংলা? — পড়ে নিন এখানে
৭৫ বছরের উর্ধ্বে নাগরিকদের দিতে হবে না ITR, অপরিবর্তিত কর কাঠামো
৭৫ বছরের উর্ধ্বে নাগরিকদের দিতে হবে না ITR, অপরিবর্তিত কর কাঠামো - বিস্তারিত পড়ে নিন
দামি হতে পারে বিদেশি মোবাইল
সীতারামন : ভারতের অভ্যন্তরে চাঙ্গা হয়েছে মোবাইল বাজার। তবে মোবাইলের বিভিন্ন অংশের ক্ষেত্রে ২.৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে কেন্দ্র। তার জেরে দেশের বাজারে বাড়তে পারে মোবাইলের দাম।
বাজেট বক্তৃতা শেষ নির্মলার, আয়কর কাঠামো পরিবর্তিত রাখল মোদী সরকার
বাজেট বক্তৃতা শেষ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বাজেটে ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে কোনও ছাড়ের ঘোষণা করা হয়নি। অর্থাৎ গত বছর বাজেটে যে আয়কর কাঠামো ঘোষণা করা হয়েছিল, তা বহাল থাকল। শুধুমাত্র ৭৫ বছর এবং তার বেশি বয়সের প্রবীণরা আইটি রিটার্ন ফাইল না করার সুবিধা পেলেন।
প্রবীণদের জন্য বিশেষ কর সুবিধার ঘোষণা সীতারামনের
নির্মলা সীতারামন : প্রত্যক্ষ করের একগুচ্ছ সংস্কার করা হয়েছে। কমানো হয়েছে কর্পোরেট কর। যা বিশ্বে অন্যতম কম। ক্ষুদ্র করদাতাদের উপর থেকে করের বোঝা কমানো হয়েছে। কর প্রশাসনকে আরও সহজ করে দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য করের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। ৭৫ বছর এবং তাঁর উর্ধ্বে (শুধু পেনশন এবং সুদের উপর নির্ভর করেন) প্রবীণদের জন্য আইটি রিটার্ন ফাইল না করার প্রস্তাব দেওয়া হল। ফেসলেস কর প্রশাসনের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের প্রস্তাব দেওয়া হবে।
রাজকোষ ঘাটতি দাঁড়াবে জিডিপির ৯.৫ শতাংশ, পূর্বাভাস সীতারামন
চলতি অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ হবে। সেই ঘাটতি কমানোর জন্য বিভিন্ন উপায় করা হবে। তারপরও ৮০,০০০ কোটি টাকা আরও লাগবে। সেজন্য আগামী দু'মাসে বাজার থেকে টাকা তোলার চেষ্টা করা হবে। ২০২১-২২ সালে আর্থিক ঘাটতি ৬.৮ শতাংশ হবে। ২০২৫-২৬ সালের মধ্যে আর্থিক ঘাটতি ৪.৫ শতাংশে বেঁধে রাখার উপর জোর দেওয়া হবে।
নজরে ভোট, অসম এবং বাংলায় চা-শ্রমিকদের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকা
সীতারামন : অসম এবং পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের কল্যাণের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ হতে পারে। জোর দেওয়া হবে মহিলা এবং শিশুদের উপর।
ভারতের ইতিহাসে প্রথমবার ডিজিটালি জনগণনা করা হতে পারে।
সীতারামন : ভারতের ইতিহাসে প্রথমবার ডিজিটালি জনগণনা করা হতে পারে। ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
জাতীয় শিক্ষানীতিতে জোর
সীতারামন : জাতীয় শিক্ষানীতির জন্য ১৫,০০০ স্কুলকে শক্তিশালী করা হবে। ১০০ টি নয়া সৈনিক স্কুল করা হবে। ৭৫০ টি একলব্য স্কুল তৈরি করা হবে। লেহ শীঘ্রই তৈরি হবে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
রাস্তা থেকে পুরনো গাড়ি কমানোর জন্য বড় সিদ্ধান্ত মোদী সরকারের
বায়ুদূষণ কমানোর জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। পুরনো গাড়ি যাতে রাস্তা থেকে সরে যায় তার জন্য ভলান্টারি ভেহিক্যাল স্ক্রেপিং পলিসি নিয়ে এল কেন্দ্র। এর ফলে জ্বালানি বাঁচবে, তেল আমদানির খরচা কমবে ও বায়ুদূষণ কমবেও। বিস্তারিত পড়ার জন্য ক্লিক করুন এখানে
অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য পোর্টাল
সীতারামন : পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিক-সহ অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য পোর্টাল তৈরি করা হচ্ছে। ন্যূনতম বেতন নিশ্চিত করা হবে। মহিলাদের কাজ করতে হবে। পর্যাপ্ত সুরক্ষা-সহ রাতেও মহিলারা কাজ করতে পারবেন।
মোদীর জমানার কৃষিখাতে বাড়তি বরাদ্দ, পরিসংখ্যান দিলেন সীতারামন
সীতারামন : গমের জন্য ২০১৩-১৪ সালে কৃষকদের ৩৩,৮৭৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। ২০২০-২১ সালে তা বেড়ে হয়েছে ৭৫,০৬০ কোটি টাকা। ২০১৩-১৪ সালে ধানের জন্য বরাদ্দ হয়েছিল ৯৮,০০০ কোটি টাকার মতো। ২০২০-২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে (পূর্বাভাস) ১৭২,৭৫২ কোটি টাকা। কৃষকদের হাতে বেশি টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ১৬.৫ লাখ কোটি টাকা। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বেড়ে দাঁড়াল ৪০,০০০ কোটি টাকার মতো। গম এবং ডাল জাতীয় শষ্যের ক্ষেত্রে বাড়ানো হল ন্যূনতম সহায়ক মূল্য।
চলতি বছরে শুরু এলআইসিতে আইপিও শুরু : সীতারামন
সীতারামন : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২০,০০০ কোটি টাকা ঢালা হবে। চলতি বছরে এলআইসিতে আইপিও শুরু করা হচ্ছে। আগামী অর্থবর্ষে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১.৭৫ লাখ কোটি টাকা।
রেলে বরাদ্দ ১১০,০৫৫ কোটি টাকা, ফ্রেট করিডর পেল বাংলা
কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হল ১১০,০৫৫ কোটি টাকা। যা রেকর্ড বলে দাবি করলেন নির্মলা সীতারামন। গড়ে তোলা হচ্ছে ফ্রেট করিডর। বাজেটে প্রস্তাবিত খড়্গপুর-বিজয়ওয়াড়া ইস্ট-কোস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর, ভুসওয়াল-খড়্গপুর-ডানকুনি ইস্ট-ওয়েস্ট করিডর এবং ইটারসি-বিজয়ওয়াড়া উত্তর-দক্ষিণ করিডরের উল্লেখ করা হয়েছে। প্রথম পর্যায়ে সেই তিনটি করিডরের বিস্তারিত রিপোর্ট দেখা হবে। এছাড়াও ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ১০০ শতাংশ ব্রডগেজ লাইনের বৈদ্যুতিকরণের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন সীতারামন। ২০৩০ সালের মধ্যে ভবিষ্যতের জন্য রেলের কাঠামো তৈরির জন্য 'জাতীয় রেল পরিকল্পনা' হচ্ছে।
ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে কী কী পাচ্ছে বাংলা?
ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে কী কী পাচ্ছে বাংলা? — দেখে নিন একনজরে
বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নির পরিমাণ বাড়িয়ে ৭৪ শতাংশ করার প্রস্তাব
বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নির পরিমাণ বৃদ্ধির প্রস্তাব দিলেন সীতারামন। ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার প্রস্তাব দিলেন।
ভোটের ‘উপহার’, পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে অর্থনৈতিক করিডরের ঘোষণা, বঙ্গ পেল ৬৭৫ কিমি
জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি হাতে দেওয়া হবে। যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট হবে, সেখানে অর্থনৈতিক করিডরের ‘উপহার’ দিলেন নির্মলা সীতারামন। সেজন্য তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ এবং অসমের বড়সড় বরাদ্দ করা হল। পশ্চিমবঙ্গে ৬৭৫ কিমি অর্থনৈতিক করিডর করা হবে। সেজন্য বরাদ্দ হচ্ছে ২৫,০০০ কোটি টাকা। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হচ্ছে। তামিলনাড়ু পেয়েছে ৩,৫০০ কিলোমিটার, কেরালা পাচ্ছে ১,১১০ কিলোমিটার, অসম পাচ্ছে ১,৩০০ কিলোমিটার। অসমে আগামী তিন বছরে হবে সেই কাজ।
মূলধনী খাতে অর্থের পরিমাণ বাড়ানোর প্রস্তাব সীতারামনের
মূলধনী খাতে ৫.৫৪ লাখ কোটি টাকার বরাদ্দ করলেন নির্মলা সীতারামন। রাজ্যগুলি যাতে পরিকাঠামো তৈরির উপর জোর দেয়, সেজন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। ৫.৫৪ লাখ কোটি টাকা বরাদ্দ।
করোনা টিকার জন্য বরাদ্দ ৩৪,০০০ কোটি টাকা, প্রয়োজনে দেওয়া হবে আরও : নির্মলা
নির্মলা সীতারামন : করোনাভাইরাস টিকার জন্য ৩৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হল। প্রয়োজনে আরও টাকা বরাদ্দ করা হবে।
পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে একাধিক ঘোষণা নির্মলার
নির্মলা সীতারামন : পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য একটি নির্দিষ্ট সময় ধরে দু'অঙ্কের সংখ্যায় আমাদের উৎপাদন ক্ষেত্রকে বৃদ্ধি পেতে হবে। তার মধ্যে দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। আগামী তিন বছরে সাতটি বস্ত্র পার্ক চালু করা হবে।
করোনার পর স্বাস্থ্যে ৬৪,১৮০ কোটি টাকার প্যাকেজ, নয়া প্রকল্পের ঘোষণা নির্মলার
নির্মলা সীতারামন : স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে। তিনটি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। আগামী ছ'বছর ধরে নয়া কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত যোজনা চালু করা হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মজবুত করতে ৬৪,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশনের পাশাপাশি চলবে। ১৭,০০০ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ১১,০০০ আর্বান স্বাস্থ্যকেন্দ্র পুনরুজ্জীবিত করা হচ্ছে। দেশের সব জেলায় পরীক্ষাগার তৈরি করা হবে। পুষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ১৩৭ শতাংশ। ‘স্বচ্ছ ভারত, স্বাস্থ্যবান ভারত’-এ জোর।
Union Budget app: অ্যাপেই পড়ুন বাজেট, কীভাবে ডাউনোড করবেন? কী কী সুবিধা পাবেন?
Union Budget app: অ্যাপেই পড়ুন বাজেট, কীভাবে ডাউনোড করবেন? কী কী সুবিধা পাবেন? —আরও পড়ুন
বাজেটের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন উদ্ধৃত সীতারামনের
বাজেট বক্তৃতার শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন উদ্ধৃত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে উঠে এল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের কথাও।
‘আত্মনির্ভর ভারত’ অভিযানে ৫ ‘মিনি বাজেট’-এর অংশ পেশ হয়েছে : সীতারামন
সীতারামন : গত বছর যখন বাজেট পেশ করেছিলাম, তখন জানতাম করোনাভাইরাস মহামারী হানা দেবে। সেই পরিস্থিতি সামলানোর জন্য ‘আত্মনির্ভর ভারত’ অভিযান শুরু করা হয়েছে। পাঁচটি ‘মিনি বাজেট’-এর অংশ পেশ করা হয়েছে। ভারতের ইতিহাসে মাত্র তৃতীয়বার অর্থনীতি সংকুচিত হওয়ার পর বাজেট ঘোষণা করা হচ্ছে।
শুনে নিন বাজেট বক্তৃতা
সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
করোনায় বাজেটেও ‘নিউ নর্ম্যাল’, 'বইখাতা' ছেড়ে ট্যাবে বাজেট পেশ নির্মলার
করোনায় বাজেটেও ‘নিউ নর্ম্যাল’, 'বইখাতা' ছেড়ে ট্যাবে বাজেট পেশ নির্মলার – আরও পড়ুন এখানে
সামনে বড় চ্যালেঞ্জ, সংসদে পৌঁছালেন সীতারামন
নয়া শতাব্দীতে কি সবথেকে গুরুত্বপূর্ণ বাজেট পেশ হচ্ছে? সেই প্রশ্নের তর্কসাপেক্ষ উত্তর মিললেও সোমবারের সাধারণ বাজেট যে নরেন্দ্র মোদীর জমানায় সবথেকে গুরুত্বপূর্ণ বাজেট হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেন্দ্রের দাবি মতো করোনাভাইরাস মহামারীর অভিঘাতে ধুঁকতে থাকা অর্থনীতিতে কিছুটা প্রাণের সঞ্চার হয়েছে বলে মেনে নেওয়া হলেও সামনের রাস্তাটা যে অত্যন্ত কণ্টকপূর্ণ, তা স্মরণ করিয়ে দিতে ভুলছেন না বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের বক্তব্য, করোনার প্রকোপে তো সরকারের আয় কমেছে। সেই পরিস্থিতিতে বিভিন্ন খাতে বাড়তি বরাদ্দ ঢেলে অর্থনীতিকে চাঙ্গা করার রাস্তাও এতটা সহজ নয়। সেক্ষেত্রে কেন্দ্রের ভাঁড়ারে টান পড়বে। বাড়বে রাজকোষ ঘাটতি। পরিস্থিতি সামাল দিতে সীতারামন হয়ত স্বাস্থ্য, গ্রামোন্নয়নের (মূলত ১০০ দিনের কাজ) মতো খাতে বাড়তি বরাদ্দ করে কয়েকটি খাতের বরাদ্দে কোপ মারতে মারেন বলে ধারণা অর্থনীতিবিদদের। সঙ্গে বাজারে চাহিদা বৃদ্ধি করতে আমজনতার হাতেও নগদের জোগান বাড়ানো যায় বলে মত সংশ্লিষ্ট মহলের। যদিও কেন্দ্র সে পথে তেমন হাঁটে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য দীপ্ত কণ্ঠে জানিয়েছেন, এবারের বাজেট ‘আগের কখনের মতো হবে না।’ তারইমধ্যে বাজেট পেশ করতে সংসদে পৌঁছালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে আছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর।