ক্রিপ্টোয় কর বসছে। তার মানে সরকার শেষমেশ ক্রিপ্টোকারেন্সিকে স্বীকৃতি দিল। বাজেট ঘোষণার পড়ে এমনটাই ভাবছেন? একটু ভুল হচ্ছে। গতকালের বাজেটের ঘোষণার কিছুই ক্রিপ্টো বিনিয়োগকারীদের জন্য খুশির খবর নয়। বাজেটের ঘোষণার ফলে ক্রিপ্টোকারেন্সিগুলি 'আইনত বৈধ',এমন অনুমান সম্পূর্ণ ভুল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) ইস্যু করাই হোক, বা ক্রিপ্টোকারেন্সি লেনদেনে আয়ের উপর কর- এগুলির কোনটিই কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেয় না।
তবে এটা ঠিক, এর মানে সরকার ক্রিপ্টোকারেন্সিগুলিকে অবৈধ বলেও ধরছে না। সত্যি বলতে বাজেট ঘোষণার আগে সরকারের যে অবস্থান ছিল, সেটাই রয়ে গেল। ভারতে এখনও অস্পষ্ট ক্রিপ্টোকারেন্সির বৈধতা।
আরও পড়ুন : Budget 2022: 'ডিজিটাল রুপি' কী? সেটা কি আসল টাকার মতোই? জানুন বাজেটের নয়া ঘোষণার বিষয়ে
তাহলে কবে বৈধ হবে ক্রিপ্টোকারেন্সি? সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে বাজেট ঘোষণার মাধ্যমে সেটা হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে নিশ্চয়তা তখনই আসবে, যখন এ বিষয়ে প্রস্তাবিত আইন প্রণীত হবে। অর্থাত্ পুরোটাই একটি আইন প্রণয়নের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে।
কর নেওয়া হবে মানেই সেই ক্ষেত্রটি বৈধ বলা হচ্ছে না। আইনে এর স্পষ্ট অবস্থান আছে। ভারতের সুপ্রিম কোর্ট এবং একাধিক হাইকোর্ট এই অবস্থানটি বারবার স্পষ্ট এবং পুনর্ব্যক্ত করেছে। আদালতের ব্যাখ্যা, আয় যেভাবেই করা হোক না, তা বৈধতা নির্বিশেষে করযোগ্য। তাই একটি ব্যবসা বেআইনিও হয়, তবে এই ধরনের অবৈধ ব্যবসা থেকে আয়ের উপরেও কর দেওয়া যেতে পারে।
এদিকে বিভ্রান্তি বাড়ছে CBDC নিয়েও। কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল রূপিকে ক্রিপ্টোকারেন্সির সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। এর প্রকৃতি থেকে এটিকে ক্রিপ্টো অ্যাসেট হিসাবেও ভাবছেন কেউ কেউ। তবে এর আগেও CBDC নিয়ে ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত বছর RBI গভর্নর জানান, এটির কোনও নিজস্ব মূল্য নেই। এটি কাগজী মুদ্রারই একটি ডিজিটাল রূপ। কাগছে ছাপার বদলে ডিজিটালি থাকবে।