বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: ফোকাসে PM গতিশক্তি, চালু হবে ৪০০টি অত্যাধুনিক বন্দে ভারত ট্রেন

Budget 2022: ফোকাসে PM গতিশক্তি, চালু হবে ৪০০টি অত্যাধুনিক বন্দে ভারত ট্রেন

সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (ছবি সৌজন্যে এএনআই)

অর্থমন্ত্রী জানান, ২০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য। পাশাপাশি ১০০টি পিএম গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি হবে আগামী ৩ বছরে।

২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের শুরুতেই প্রধানমন্ত্রী গতিশক্তির উপর জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বাজেট ভাষণের শুরুতেই নির্মলা বলেন, ‘আমরা ওমিক্রন ঢেউয়ের মধ্যে আছি। তবে এই সময়ে আমাদের টিকাকরণের প্রচারের গতি অনেকটাই সাহায্য করেছে। আমি আত্মবিশ্বাসী যে 'সবকা প্রয়াস'-এর মাধ্যমে আমরা আর্থিক বৃদ্ধির পথে এগিয়ে যাব।’

বাজেটের লাইভ ব্লগ পড়ুন

এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এই কেন্দ্রীয় বাজেট আগামী ২৫ বছরের 'অমৃত কাল'-এর ভিত্তি স্থাপন এবং অর্থনীতির নীলনকশা তৈরি করতে চায়। এই আবহে আগামী ৩ বছরে ৪০০টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন চালু করা হবে দেশে; ১০০টি পিএম গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি হবে আগামী ৩ বছরে। এবং মেট্রো সিস্টেম তৈরির জন্য উদ্ভাবনী উপায়গুলি বাস্তবায়ন করা হবে।’ তিনি জানান, পিএম গতিশক্তি মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য হল উন্নয়ন। ২০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য। পাশাপাশি ৬০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী।

এরপর অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই সমান্তরাল ট্র্যাকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চারটি বিষয়ের উপর অগ্রাধিকার রাখব - প্রধানমন্ত্রী গতি শক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, উত্পাদনশীলতা বৃদ্ধি এবং বিনিয়োগ।’ নির্মলা বলেন, ‘২০২১-২২ বাজেটে সরকারী বিনিয়োগ এবং মূলধন ব্যয়ের তীব্র বৃদ্ধি দেখা গিয়েছিল। এই বাজেট (২০২২-২৩) এর ফলে উপকৃত হবে। যুব, মহিলা, কৃষক, এসসি, এসটিরা এতে লাভবান হবেন। আমাদের সরকারের মূল লক্ষ্য হল দরিদ্র ও প্রান্তিক মানুষদের আর্থিক সাহায্য করা।’ পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ডিজিটাল ইকোনমিতে জোর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও জানান, গতিশক্তির আওতায় চারটি জায়গায় লজিস্টিক পার্ক হবে। পিপিই মডেলে চালু করা হবে পর্বতমালা প্রকল্প। দুর্গম পার্বত্য এলাকায় রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে পর্বতমালা প্রকল্পের আওতায়।

বন্ধ করুন